অনলাইনে ফ্রিল্যান্সিং এ আয় করার সাতটি ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত

 

অনলাইনে ফ্রিল্যান্সিং এ আয় করার সাতটি ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত, Top 7 Freelancing Website Details
অনলাইনে ফ্রিল্যান্সিং এ আয় করার সাতটি ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত

অনলাইনে ফ্রিল্যান্সিং এ আয় করার সাতটি ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত

আসসালামু আলাইকুম | আমার আজকের আর্টিকেল হচ্ছে অনলাইন থেকে ফ্রিল্যান্সিং এ আয় করার  সাতটি ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা | আমরা অনেকেই জানি ফ্রিল্যান্সিং কি | ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মুক্ত পেশা | আপনার অনলাইন , অফলাইন দুইভাবে ফ্রিল্যান্সিং করতে পারেন | বর্তমানে বাংলাদেশ ফ্রীলান্সেরর সংখ্যা অনুযায়ী দ্বিতীয়তম | আপনি যদি সঠিক গাইডলাইন এর মাধ্যমে ফ্রিল্যান্সিং করতে পারেন তাহলে আপনি খুব সুন্দর একটি ক্যারিয়ার গড়তে পারবেন ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে | আমি আজকে আপনাদের সাথে কিছু মার্কেটপ্লেস বা ওয়েবসাইট নিয়ে কথা বলবো যা হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড | আপনি এই সমস্ত মার্কেটপ্লেস থেকে ভালো কাজ করার মাধ্যমে খুব ভালো একটা আর্নিং করতে পারবেন |

আপওয়ার্ক

আমরা যারা ফ্রিল্যান্সিং করি তারা সবাই আপওয়ার্ক এর নাম শুনেছি | আপনি যত পেশাদার ফ্রীলান্সিং আছে যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আপনার কাছে জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কোনটা তাহলে সে এক কথার উত্তর দিবে আপওয়ার্ক |  আপওয়ার্কে আপনি আওয়ারলি বা ফিক্সট  হিসেবে কাজ করতে পারবেন |  এই আপওয়ার্ক এর পূর্বের নাম ছিল ওডেস্ক | পরবর্তীতে 2015 সালে এটি আপওয়ার্ক নাম দেওয়া হয় | আপওয়ার্ক এর মাধ্যমে উইথড্রো মেথড গুলো হচ্ছে পেপাল, পেওনার এবং ট্রানস্ফার |

ফাইবার

বর্তমানে যত ছোট বা বড় ফ্রিল্যান্সার রয়েছেন সবার কাছে একটি জনপ্রিয় মার্কেটপ্লেস হচ্ছে ফাইবার | ফাইবারে ছোট কাছ থেকে শুরু করে অনেক বড় বড় কাজ ও করা হয় | যারা নতুন ফ্রিল্যান্সার আছে তাদের জন্য ফাইবার হচ্ছে একটি রিকমেন্ডেড মার্কেটপ্লেস |  ফাইবারের পূর্বে শুধু পাঁচ ডলারের কাজ করা হতো কিন্তু এখন 5 ডলার থেকে শুরু করে আপনি আরো বড় এমাউন্টের কাজ করতে পারবেন | ফাইবারে ফিক্সড অ্যামাউন্ট এ কাজ করা হয় | ফাইবারে কিছু জনপ্রিয়  ফ্রিল্যান্সিং কাজের ক্যাটালগ হচ্ছে লোগো ডিজাইন, কনটেন্ট রাইটিং, মার্কেটিং ইত্যাদি | ফাইবারে পেপাল, পেওনার ও ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা উইথড্র করা যায় |

ফ্রিল্যান্সার

ফ্রিল্যান্সিং এর যতগুলো মার্কেটপ্লেস আছে তার প্রথম দিকের মার্কেটপ্লেস ফ্রিল্যান্সার | ফ্রিল্যান্সারের সব ধরনের কাজ করা যায় | এখানে আপনি ঘন্টা  বা ফিক্সট সেলারিতে কাজ করতে পারবেন | ফ্রিল্যান্স মার্কেটপ্লেস এর হেড অফিস হচ্ছে অস্ট্রেলিয়াতে | এখানে প্রতিদিন প্রচুর পরিমাণে কাজ আপলোড করা হয় | ফ্রিল্যান্সাররা সেখান থেকে নিজের ইচ্ছে মত কাজের উপর বিট করতে পারে | এখান থেকে টাকা তোলার  মেথড গুলো হল পেপাল, পেওনার, স্ক্রিল ও ব্যাংক ট্রান্সফার |

নাইনটি নাইন ডিজাইন

নাইনটি নাইন ডিজাইন হচ্ছে মূলত গ্রাফিক্স ডিজাইনের জন্য একটি সাইট | আপনি যদি খুব ভালো ডিজাইন করতে পারেন তাহলে এখানে কাজ করতে পারেন | এখানে প্রতিদিন প্রচুর পরিমাণে কাজ জমা হয় | এখানে কাজগুলো কনটেস্ট আকারে জমা হয় | একটি ডিজাইনের উপর অনেকে ডিজাইন সাবমিট করে | এবং সেখান থেকে বায়ার একজনকে সিলেক্ট করেন | এখানে প্রতিযোগিতার সাথে খুব ভালোভাবে কাজ করা যায় | আপনি একেকটি কাজে এখানে 100 থেকে 200 ডলার পর্যন্ত ইনকাম করতে পারেন | এখানে পেওনার  ও পেপাল এর মাধ্যমে টাকা উইথড্র করা হয় |

পিপল পার আওয়ার

অন্যান্য সাইটের মত পিপল পার আওয়ার ও একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইটের মধ্যে পড়ে | এখানে আপনি গিগ তৈরি করে অথবা বিড করে কাজ করতে পারবেন | ফিক্সট বা আওয়ারলি রেট এই দুই পদ্ধতিতেই এখানে কাজ করা যায় | এটি হচ্ছে যুক্তরাষ্ট্র ও লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান | এখানে আপনি চারটি মাধ্যমে টাকা উইথড্র করতে পারবেন | পেপাল, পেওনার, স্ক্রিল ও ব্যাংক ট্রান্সফার |

গুরু ডট কম

বর্তমানে ফ্রিল্যান্সিং, ফাইবারের মত গুরু ডট কম এ অনেক ফ্রিল্যান্সার কাজ করেন | এখানে সব বিষয়ের উপর কাজ করা যায় | ফাইবার এর মত guru.com প্রায় একই কোয়ালিটি | এখানেও আপনি পেওনার, পেপাল ও ব্যাংক ট্রান্সফার এর মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন |

বিল্যান্সার 

উপরে বর্ণিত ওয়েবসাইটের তুলনায় বিল্যান্সার একটু অন্যরকম | এটি হচ্ছে একটি বাংলাদেশী ওয়েবসাইট | এখানে আপনি 100 টাকার প্রোজেক্ট  হতে আরো বেশি দামের কাজ করতে পারবেন | বর্তমান বিল্যান্সার বাইরের ক্লায়েন্ট আনার জন্য কাজ শুরু হয়েছে | এখানে আপনি একটা ফিক্সড সেলারি তে কাজ করতে পারবেন |  বর্তমানে অনেক বাংলাদেশী ফ্রিল্যান্সার এই সাইটের মাধ্যমে আরনিং শুরু করেছেন | বাংলাদেশিদের জন্য বিল্যান্সার টাকা উইথড্র করা খুবই সহজ | এখানে বিকাশ ও সরাসরি ব্যাংকে টাকা ট্রান্সফার করা যায় |

সুতরাং উপরে বর্ণিত মার্কেটপ্লেসগুলোর বর্তমানে ফ্রিল্যান্সিং করার জন্য খুবই উপকারী | এছাড়া আরো অনেক মার্কেটপ্লেস রয়েছে যেখানে আপনারা বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারবেন |







একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ