How To Earn Money Online From Bangladesh Without Investment

 

How To Earn Money Online From Bangladesh Without Investment
How To Earn Money Online From Bangladesh Without Investment

How To Earn Money Online Home From Bangladesh Without Investment-কোন প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া বাংলাদেশ থেকে কিভাবে ঘরে বসে অনলাইন ইনকাম করা যায় 

আপনি চাইলে ঘরে বসে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারেন | এর জন্য 50+ উপায় রয়েছে | আপনি কিভাবে বাংলাদেশ থেকে টাকা উপার্জন করবেন অনলাইন থেকে  সেই সম্পর্কে আমি আজকে আপনাদের একটি পূর্ণাঙ্গ গাইড দেওয়ার চেষ্টা করব | বর্তমানে বাংলাদেশ এশিয়ার মধ্যে একটি উন্নয়নশীল দেশ | বাংলাদেশে এখন প্রায় সকল বিজ্ঞাপন ইন্টারনেটের মাধ্যমে দেয়া হয়ে থাকে | তাই আমরা চাইলেই অতি সহজে ইন্টারনেট থেকে টাকা উপার্জন করতে পারি | কিন্তু এর জন্য প্রয়োজন আপনার প্রচুর সময় এবং ধৈর্য | আপনার যদি প্রচুর পরিমানে সময় দেওয়ার মতো হয়ে থাকে এবং আপনি অনেক ধৈর্য ধারণ করতে পারেন তাহলে আপনি বাংলাদেশে  থেকে ঘরে বসে অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন (How To Earn Money Online From Bangladesh Without Investment) | তো চলুন আমরা দেখি কোন কোন উপায় আমরা অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারব-

50+ Way To Earn Money Online From Bangladesh Without Investment

1.ই-কমার্স এর মাধ্যমে অনলাইন থেকে উপার্জন করুন (Earn Money Online From E-Commerce)

ই-কমার্স হলো একটি ব্যবসায়িক মডেল যেখানে সংস্থাগুলি প্রাথমিকভাবে বিভিন্ন পণ্য বা পরিষেবা ইন্টারনেটের মাধ্যমে বিক্রি করে থাকে | ই-কমার্সের একটি বড় সুবিধা হল এখানে যে কোন সময় ক্রেতা বা বক্তা পণ্য ক্রয় করতে পারে | এছাড়া বর্তমানে সবাই বেশিরভাগ সময় ইন্টারনেট থেকে কেনাকাটা করতে খুব স্বাচ্ছন্দ্যবোধ করেন | তাই আপনি চাইলে ই কমার্স এর মাধ্যমে ঘরে বসে আপনার ব্যবসার প্রসার এর মাধ্যমে টাকা ইনকাম(Earn Money Online From Home) করতে পারেন | 

2.অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে উপার্জন করুন ( Earn Money Online From Affiliate Marketing)

অ্যাফিলিয়েট মার্কেটিং হল বিভিন্ন ধরনের প্রচার এর মাধ্যমে অন্যের পণ্য বিক্রি করে  অনলাইন থেকে উপার্জন(Online Income) করার একটি মাধ্যম ইনভেস্টমেন্ট ছাড়া | এই পদ্ধতিতে একজন অ্যাফিলিয়েট মার্কেটার Paid  বা ফ্রী দুই পদ্ধতিতেই পুরো অনলাইন জুড়ে তার কার্যক্রম চালাতে পারে | কিন্তু এখানে সফলতা অর্জন করার জন্য আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে | তাই এই কাজটি অনেক সময় সবার জন্য উপযুক্ত হয় না | 

3.অনলাইন রিসেলার হয়ে বাংলাদেশ থেকে অর্থ উপার্জন করুন (Make Money Online From Becoming Reseller) 

আপনি কি অনলাইনে রিসেলার হয়ে অন্যের পণ্য বা সেবা বিক্রি করতে চান ? এ বিষয়ে কাজ করার জন্য চিন্তা করছেন | তাহলে প্রথমে এখানে আপনাকে একটি পার্সোনাল স্টোরি করতে হবে যেমন শপিফাই থেকে আপনি আপনার একটি পার্সোনাল তৈরি করতে পারেন | এবং সেখান আপনি চাইলে অন্যের প্রোডাক্ট রিসেলিং এর মাধ্যমে বিক্রি করে উপার্জন(Income) করতে পারেন | কিন্তু এখানে অবশ্য এ সম্পর্কে আপনার সঠিক জ্ঞান থাকাটা জরুরী | এবং এ কাজ করার জন্য আপনার কি কি সরঞ্জাম প্রয়োজন সে সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে |

4. Gently-Used আইটেম বিক্রি করে ইনকাম করুন (Make Money Online Selling Gently-Used Item)

আপনি চাইলে ঘরে বসে বিভিন্ন লোকাল বা স্থানীয় বিভিন্ন  স্টোর এর মাধ্যমে আপনার Gently-Used আইটেম বিক্রি করে টাকা উপার্জন করতে পারেন(Earn Money Online ) | 

5. অন ডিমান্ড রাইড পরিষেবা থেকে অর্থ উপার্জন করুন (Earn Money From On-Demand Ride Service)

অন ডিমান্ড রাইড পরিষেবা হলো বিভিন্ন ধরনের উবার বা পাঠাও ইত্যাদি পরিষেবা |  আপনি যদি ড্রাইভিং  পেশার সাথে নিয়োজিত থাকেন তাহলে আপনি অন ডিমান্ড পরিষেবার মাধ্যমে এক্সট্রা ইনকাম করতে পারবেন | এখানে একটি অ্যাপ ব্যবহারের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের সেবা দিতে পারবেন সম্পূর্ণ ফ্রি এবং সেখান থেকে রাইড এর মাধ্যমে টাকা উপার্জন(Earn Money) করতে পারবেন |

6. ফ্রিল্যান্সিং কাজের মাধ্যমে অনলাইন থেকে টাকা উপার্জন করুন (Make Money Online From Freelancing Work)

বর্তমান সময় একটি জনপ্রিয় অনলাইন আর্নিং(Online Earning) এর মাধ্যমে ফ্রিল্যান্সিং | ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আপনি বাংলাদেশ থেকে ঘরে বসে একটি কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে টাকা উপার্জন করতে পারেন | ফ্রিল্যান্সিং  বিভিন্ন ধরনের কাজ রয়েছে | কিন্তু প্রথমে আপনাকে এ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে তারপর অনলাইন থেকে আপনি টাকা উপার্জন করতে পারবেন |

7. আপনার গাড়ি ভাড়া দিয়ে আপনি প্যাসিভ ইনকাম করতে পারেন (Make Passive Income By Renting Your Car)

আপনার যদি একটি গাড়ি থাকে তাহলে আপনি আপনার সেই গাড়ি ভাড়া দেওয়ার মাধ্যমে একটি প্যাসিভ ইনকাম করতে পারেন বাংলাদেশ থেকে | কারণ অনেক সময় অনেকে অনেক কাজের জন্য গাড়ি ভাড়া করে থাকে | তাই আপনার যদি একটি গাড়ি থাকে তাহলে আপনি চাইলে ব্যবসায়িক বিভিন্ন কাজে  ভাড়া দেয়ার মাধ্যমে টাকা উপার্জন(Earn) করতে পারেন |

8.পেইড সার্ভে করে অনলাইনে অর্থ উপার্জন করুন (Earn Money Online by Taking Paid Surveys)

পেইড সার্ভে হচ্ছে আমরা অনেক সময় অনলাইনে বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের সার্ভে পূরণ করার অপশন দেখে থাকে | আরে সার্ভে গুলো পূরণ করলে আপনারা তার থেকে একটা প্যাসিভ ইনকাম অর্জন করতে পারবেন | বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তাদের বিভিন্ন  অনুসন্ধানের জন্য অনলাইনে ছাড়বে পূরণ করে টাকা ইনকামের একটি উপায় পাবলিশ করেন | আপনি যদি তাদের সেই সার্ভে নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করতে পারেন তাহলে আপনি সেখান থেকে একটা ইনকাম(Make Money) করতে পারবেন |

9.অনলাইনে/ বাড়িতে প্রাইভেট টিউটর হিসেবে অর্থ উপার্জন করুন (Earn Money as Private Tutor Online/At-Home)

আপনি যদি খুব ভালো পড়াশোনা করে থাকেন তাহলে আপনি চাইলে বিনা খরচে প্রাইভেট টিউটর হিসেবে অনলাইনে ঘরে বসে  টাকা ইনকাম(Earn Money In Home) করতে পারেন | এখন সবকিছুই প্রায় অনলাইনের মাধ্যমে হয়ে থাকে | আমরা এখন অনলাইনে ক্লাস নিতেও দেখে থাকি | তাই আপনি যদি চান অনলাইনের মাধ্যমে স্টুডেন্টদের শিক্ষা দেওয়ার মাধ্যমে টাকা উপার্জন করতে পারেন | 

10.আপনার একটি ইউটিউব চ্যানেল তৈরি করে ইনকাম করুন (Earn Money by Creating Your YouTube Channel)

আমরা সবাই কমবেশি youtube-এর কথা শুনে থাকি | বর্তমান সময়ে ইউটিউব হচ্ছে একটি ভিডিও দেখার জনপ্রিয় মাধ্যম | এবং অনেকে ইউটিউব এর মাধ্যমে ভিডিও তৈরি করে এর থেকে ইনকাম করতে পারছে | তাই আপনার যদি কোনো প্রতিভা থাকে তাহলে আপনি সেটাকে ইউটিউব এ ভিডিওর মাধ্যমে প্রকাশের করে মনিটাইজেশনের করে টাকা ইনকাম(how to make extra money at home) করতে পারেন |

11.সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে টাকা ইনকাম করুন  (Make Money on Social Media As An Influencer)

বর্তমান সময়ে একটি জনপ্রিয় অ্যাপ এর নাম হচ্ছে টিকটক | এবং এটির মাধ্যমে অনেকেই ইনফ্লুয়েন্সার করে টাকা ইনকাম করছেন (earn money online free)| শুধু টিকটক নয় যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনি ইনফ্লুয়েন্সার হয়ে টাকা ইনকাম করতে পারেন | এজন্য আপনাকে আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে প্রচুর পরিমাণে ফ্যাট ফলোয়ার বৃদ্ধি করতে হবে এবং আপনার পোষ্টের রিচ বাড়াতে হবে | 

12.প্রফিটেবল  নিস এ ব্লক তৈরি করে টাকা ইনকাম করুন (Make Money by Starting Profitable Blog Niche)

আপনাকে প্রথমেই দেখতে হবে ব্লগিং করার ক্ষেত্রে কোন কোন  নিস গুলি গুগলে বেশি সার্চ করা হয় | আপনি যদি একটি প্রফিটেবল  নিস নিয়ে আপনার ব্লগিং ক্যারিয়ার শুরু করতে পারেন তাহলে আপনি এখান থেকে লাইফটাইম খুব ভালো একটা ইনকাম করতে পারবেন অনলাইনে ঘরে বসে(Lifetime Earning At Home) |

13. কনটেন্ট রাইটার হিসেবে অর্থ উপার্জন করুন (Make Money with Freelance Content Writing) 

আপনি যদি ফ্রিল্যান্সিং সম্পর্কে জেনে থাকেন তাহলে অবশ্যই আপনার কনটেন্ট রাইটিং শব্দটি শুনে থাকবেন | বর্তমান সময়ে একজন কনটেন্ট রাইটার এর মূল্য অনেক বেশি | প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য প্রতিনিয়ত নতুন নতুন প্রয়োজন হয় আমাদের | আর একজনের পক্ষে নতুন নতুন কনটেন্ট প্রতিনিয়ত তৈরি করা সম্ভব নয় | তাই বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান বা মার্কেটপ্লেসগুলোর টাকার বিনিময় কনটেন্ট রাইটার করেন তাদের হয়ে কনটেন্ট রাইট করে দেওয়ার জন্য | তাই আপনি যদি একজন ভাল কনটেন্ট রাইটার হন তাহলে অবশ্যই আপনি এখান থেকে খুব ভালো একটা অর্থ উপার্জন করতে পারবেন কোন ইনভেস্টমেন্ট ছাড়া(Earn Money Online Without Investment) | 

14.রিভিউ লিখে অনলাইনে অর্থ উপার্জন করুন (Earn Money Online by Writing Paid Reviews) 

বড় বড় ই-কমার্স প্ল্যাটফর্ম গুলি অনেক সময় তাদের প্রোডাক্ট সেল বাড়ানোর জন্য টাকার বিনিময় বিভিন্ন ধরনের রিভিউ লিখে থাকেন | আপনি যদি একজন ভালো প্রোডাক্ট রিভিউ লিখতে পারেন তাহলে আপনি এখান থেকে খুব ভালো একটা অর্থ উপার্জন করতে পারবেন কোন ইনভেস্টমেন্ট ছাড়া (Make Money Without Investment)| 

15.খন্ডকালীন ফটোগ্রাফি করে অর্থ উপার্জন করুন (Make Money doing Part-Time Photography) 

আপনি যদি খুব ভালো ফটোগ্রাফি করতে পারেন তাহলে আপনি আপনার সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলি বিভিন্ন অনলাইন প্লাটফর্ম এ বিক্রি করার মাধ্যমে টাকা উপার্জন(Make Money) করতে পারবেন |

16.ব্যবসায়িক বিশ্লেষণ (Business Analysis)

অনেক বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসা বিশ্লেষণ(Analysis) করার জন্য অনলাইনে(Online) অনেক সময় বিজনেস এনালিস্ট স্পেশালিস্ট হায়ার করে থাকেন খুব ভালো একটা  সেলারি দেওয়ার মাধ্যমে | 

17. তথ্য অনুপ্রবেশ (Data Entry)

ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের একটি জনপ্রিয় সাইট হচ্ছে ডাটা এন্ট্রি কাজ | আপনি যদি খুব ভালো এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল এর কাজ করতে পারেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং এ ডাটা এন্ট্রি করে অনলাইনের মাধ্যমে ঘরে(Home) বসে টাকা ইনকাম করতে পারবেন |

18.অনলাইন গবেষণা (Online Research)

অনলাইন রিসার্চ ও হচ্ছে ফ্রিল্যান্সিং-এর একটি কাজের মাধ্যমে | এ কাজের মাধ্যমে আপনাকে অনলাইনের মাধ্যমে ঘাটাঘাটি করে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতে হবে আপনার কাজের জন্য |

19.ট্রানস্ক্রিপশন (Transcription)

ট্রানস্ক্রিপশন  জব হচ্ছে আপনি যেকোন অডিও ফাইল কে শুনে শুনে এমএস ওয়ার্ডে টাইপ করা | অনলাইনের মধ্যে ট্রানস্ক্রিপশন জব খুব জনপ্রিয় | এর মাধ্যমে আপনি অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম(Earn Money) করতে পারবেন কোন ইনভেস্টমেন্ট ছাড়া (Without Investment)|

20.ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট (Virtual Assistance)

ডিজিটাল যুগে অনেক বড় বড় কোম্পানির মালিক বা বড় পদে থাকা মানুষগুলি তাদের কাজে সহায়তার জন্য অনলাইনে একজন ভার্চূয়াল অ্যাসিসটেন্ট নিয়োগ দিয়ে থাকেন | যে তার হয়ে সমস্ত কাজ করে দেবে |

21.কাস্টমার সার্ভিস (Customer Service)

এখন অনলাইনে অনেক কাস্টমার সার্ভিসের জব পাওয়া যায় যা আপনি ঘরে বসেই বিনা খরচে করতে পারবেন | এর মাধ্যমে আপনি বিভিন্ন প্রতিষ্ঠান হয়ে ঘরে বসে কাস্টমারকে সেবা প্রদান করবেন ইন্টারনেটের মাধ্যমে |

22.টুডি এনিমেশন (2D Animation)

আপনি যদি এনিমেশনের কাজ করতে পারেন  তাহলে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে বিভিন্ন টুডি এনিমেশন করে টাকা ইনকাম (Money)করতে পারেন |

23.থ্রিডি এনিমেশন (3D Animation)

বর্তমান সময়ে থ্রিডি এনিমেশন হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত একটি এনিমেশন পদ্ধতি | আপনি যদি থ্রিডি এনিমেশন এর কাজ করতে পারেন তাহলে আপনি ঘরে বসে খুব ভালো একটা ইনকাম করতে পারবেন |

24.অভিনেতা (Actor)

অভিনয় হচ্ছে একটি  আর্ট | আপনি যদি খুব ভালো অভিনয় করতে পারেন তাহলে আপনি বিভিন্ন ক্ষেত্রে অভিনয় করার মাধ্যমে সেখান থেকে একটা ইনকাম করতে পারে না | যেমন- টিভি, নাটক, সিরিয়াল, কৌতুক ইত্যাদি|

25. অডিও এডিটিং (Audio Editing)

ফ্রিল্যান্সিং এর মধ্যে একটি জনপ্রিয় ক্যাটাগরি হচ্ছে অডিও এডিটিং | বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে বিভিন্ন ধরনের অডিও এডিটিং করার জন্য স্পেশালিস্ট হায়ার করা হয় | আপনি চাইলে সেখানে অডিও এডিটিং এর কাজ করে টাকা ইনকাম(Earn Money) করতে পারেন |

26. ভিডিও এডিটিং (Video Editing)

ভিডিও এডিটিং ফ্রিল্যান্সিংয়ের একটি মাধ্যম | আপনি ফ্রিল্যান্সিংয়ে ভিডিও এডিটিং করা ভালো একটা ইনকাম করতে পারবেন | 

27. গ্রাফিক্স ডিজাইন (Graphic Design)

এখন প্রায় সব দেশেই গ্রাফিক ডিজাইন একটি জনপ্রিয় এবং পরিচিত কাজ | অনলাইনের মাধ্যমে  বেশিরভাগ মানুষই গ্রাফিক ডিজাইনের মাধ্যমে খুব ভালো একটা ইনকাম করছেন |  গ্রাফিক ডিজাইন এর মধ্যে রয়েছে লোগো, ব্যানার, বিজনেস কার্ড ইত্যাদি |

28. ইমেজ এডিটিং (Image Editing)

ইমেজ এডিটিং হচ্ছে যেকোনো ইমেজের কোন প্রকার ক্ষতি না করে গ্রাহকের চাহিদা মোতাবেক টা এডিট করে দাও | আপনি ইমেজ এডিটিং এর মাধ্যমে ঘরে বসে কোন ইনভেস্টমেন্ট(Investment) ছাড়া টাকা ইনকাম করতে পারবেন |

29. থ্রিডি মডেলিং (3D Modeling)

3D মডেলিং তিনটি মাত্রায় একটি বস্তুর পৃষ্ঠের গাণিতিক উপস্থাপনা বিকাশ করছে।

30. থ্রিডি রেন্ডারিং (3D Rendering)

থ্রিডি রেন্ডারিং হচ্ছে একটা প্রসেস  যা থ্রিডি Wairframe  মডেলকে অটোমেটিক্যালি ইমেজে রূপান্তরিত করে | আপনি চাইলে থ্রিডি রেন্ডারিং এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন |

31.ইন্টেরিয়র ডিজাইন (Interior Design)

সবাই এখন তাদের যেকোনো বাড়ি  বা বিজনেস তৈরি করার পূর্বে তার একটি নকশা করেন | আর এটাই হচ্ছে থ্রিডি মডেলিং করা | আপনি থ্রিডি মডেলিং করার মাধ্যমে টাকা ইনকাম(Online Income) করতে পারেন |

32.প্রোডাক্ট ডিজাইন (Product Design)

প্রডাক্ট ডিজাইন হচ্ছে  প্রডাক্ট এর বর্ণনা অনুযায়ী একটি ডিজাইন তৈরি করা | প্রডাক্ট ডিজাইন করার মাধ্যমে আমরা অনলাইনে ঘরে বসে কোন ইনভেস্টমেন্ট ছাড়া টাকা ইনকাম করতে পারি |

33.ডিজিটাল মার্কেটিং (Digital Marketing)

বর্তমান সময়ে যেকোনো কাজের জন্য ডিজিটাল মার্কেটিং হচ্ছে প্রচারের একটি প্রধান মাধ্যম | অনলাইনে সোশ্যাল মিডিয়া ডিভাইস গুলো ব্যবহার করে ডিজিটাল মার্কেটিং করার মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারেন |

34.কনটেন্ট মারকেটিং (Content Marketing)

কনটেন্ট মার্কেটিং হল যেকোনো কনটেন্ট এর প্রচার বা প্রসার করা | আপনি কন্টেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে ঘরে বসে টাকা উপার্জন করতে পারেন |

35. ইমেইল মার্কেটিং (Email Marketing) 

ইমেইল মার্কেটিং হল যে কোন প্রোডাক্ট ও সার্ভিস সম্পর্কে ইমেইলের মাধ্যমে গ্রাহকের কাছে পৌছে দেয়া | আপনি একজন দক্ষ ইমেইল মার্কেটার হলে ঘরে বসে কোন ইনভেস্টমেন্ট ছাড়াই এখান থেকে ভালো একটা  ইনকাম করতে পারবেন |

36. লিড জেনারেশন (Lead Generation)

লিড জেনারেশন এর কাজ হচ্ছে কোন কোম্পানির চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি ইনফরমেশন কালেক্ট করে দেওয়া |

37. এসইও (SEO)

এসইও এর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন | বর্তমান সময়ে অনলাইনে যে কোন কাজের জন্য এসইও খুবই গুরুত্বপূর্ণ | এসইও করার মাধ্যমে যেকোনো ওয়েবসাইট বা ব্লগের রেংকিং নির্ভর করে | তাই আপনি যদি SEO নিয়ে কাজ করেন তাহলে আপনি অনলাইন থেকে কোন ইনভেস্টমেন্ট ছাড়াই খুব ভালো একটা অর্থ উপার্জন করতে পারবেন(Earn money money online easy way without investment) |

38. সার্চ ইঞ্জিন মার্কেটিং (SEM)

সার্চ ইঞ্জিন মার্কেটিং হল টাকার বিনিময় সার্চ ইঞ্জিনে মার্কেটিং করা | এবং এর জন্য বিভিন্ন প্রতিষ্ঠান SEM  স্পেশালিস্ট হায়ার করে থাকেন এ কাজ করার জন্য | আপনি একজন সার্চ ইঞ্জিন মার্কেটিং স্পেশালিস্ট হয়ে টাকা ইনকাম করতে পারেন |

39. সোশ্যাল মিডিয়া মার্কেটিং (Social Media Marketing)

সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম  ইত্যাদি প্লাটফর্মে যে কোন প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেটিং করা |

40.ফ্রন্ট-এন্ড ডেভেলপমেন্ট (Front-End Development)

ফ্রন্ট-এন্ড ডেভেলপমেন্টে এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে হার্ডওয়্যার বা সফ্টওয়্যারের জন্য ইউজার ইন্টারফেস তৈরি করা জড়িত

41.ওয়েব ডিজাইন (Web Design)

ওয়েব ডিজাইন হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট এইচটিএমএল সিএসএস এর মাধ্যমে ডিজাইন করা | আপনি চাইলে একজন ওয়েব ডিজাইনার হয়ে টাকা ইনকাম করতে পারেন অনলাইনের মাধ্যমে |

42. রাইটিং টিউটরিং

রাইটিং টিউটরিং হচ্ছে একটা প্রসেস যা স্টুডেন্টদের রাইটিং স্কিল ডেভেলপ করতে সাহায্য করে |

43.  টেকনিকাল রাইটিং

টেকনিকাল রাইটিং হচ্ছে ডকুমেন্টেশন তৈরি করার একটি পদ্ধতি যা কম্পিউটারের বিভিন্ন কাজে আসে যেমন হার্ডওয়ার  এবং সফটওয়্যার |

44. বুক রাইটার 

বুক রাইটার হল যারা বিভিন্ন ধরনের বই লিখে থাকেন | আপনি যদি খুব ভালো বই লিখতে পারেন তাহলে তা অনলাইনে পাবলিশ করার মাধ্যমে এবং শেয়ার করার মাধ্যমে আপনি সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন |

45. কপিরাইটিং

কপিরাইটিং বিজ্ঞাপন, প্রচার, লিড জেনারেশন এবং বিক্রয়ের জন্য লিখিত উপকরণ তৈরি করার কাজে ব্যবহার করা হয় |

46. ফুল স্টাক ডেভেলপমেন্ট (Full Stack Development)

ফুল স্টক ডেভেলপমেন্ট হলো একটি ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের ভিতরে এবং বাহিরে উভয় দিকেই জড়িত | এর মাধ্যমে আপনি ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন বিভিন্ন ফ্রিল্যান্সিং(Freelancing) মার্কেটপ্লেস এর মাধ্যমে |

47. সিএমএস ডেভেলপমেন্ট (CMS Development)

সিএমএস ডেভলপমেন্ট হচ্ছে একটি কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম প্রক্রিয়া যা ডিজিটাল কনটেন্ট তৈরি বা পরিবর্তন করতে সহায়তা করে |

48. CMS কাস্টমাইজেশন

সিএমএস কাস্টমাইজ হচ্ছে একটি কনটেন্ট কাস্টমাইজ করার সিস্টেম ডিজিটাল কনটেন্ট তৈরি বা পরিবর্তন করার অনুমতি দেয় |

49. অনুবাদ (Translation)

অনুবাদ বা ট্রান্সলেশন হচ্ছে এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করা | আপনি যদি ট্রান্সলেশন করতে পারেন বিভিন্ন ভাষায় তাহলে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন |

50. লিগ্যাল ট্রান্সলেশন (Legal Translation)

লিগ্যাল ট্রান্সলেশন হল এক ভাষায় লিগ্যাল টেক্সট নেওয়া এবং অন্য ভাষায় লিগ্যাল টেক্সট তৈরি করার প্রক্রিয়া |

51.ভাষা টিউটরিং (Language Tutoring)

ভাষা টিউটরিং হচ্ছে আপনি স্টুডেন্টদের একটি অন্য ভাষা শিখতে সাহায্য করবেন |

52. টেলিমার্কেটিং

টেলিমার্কেটিং হল পণ্য বা পরিষেবা বিক্রি করার জন্য সম্ভাব্য গ্রাহকদের সাথে যোগাযোগ করার প্রক্রিয়া বা মাধ্যম | টেলিমার্কেটিং করার মাধ্যমে আপনি খুব সহজে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোন ইনভেস্টমেন্ট ছাড়া খুব ভালো একটা অর্থ ইনকাম করতে পারবেন(make real money online) | 

সুতরাং আপনি যদি কোন প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া ঘরে বসে অনলাইনের মাধ্যমে বাংলাদেশ থেকে টাকা ইনকাম করতে চান তাহলে (How To Earn Money Online From Bangladesh Without Investment) আপনি উপরিউক্ত যেকোনো একটি মাধ্যম ব্যবহার করতে পারেন | এছাড়া আরো অনেক মাধ্যম রয়েছে | আপনি যদি একটু অনলাইনে ঘাটাঘাটি করেন তাহলে আপনি আরো অনেক মাধ্যমে খুঁজে পাবেন | এবং এর থেকে আপনি যা করতে পারবেন তাই নিয়ে কাজ করবেন | তাহলে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন |






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ