প্রোফাইল ব্যাকলিংক কাকে বলে ? কিভাবে প্রোফাইল ব্যাকলিংক করতে হয় ?

 

প্রোফাইল ব্যাকলিংক কাকে বলে কিভাবে প্রোফাইল ব্যাকলিংক করতে হয়
প্রোফাইল ব্যাকলিংক কাকে বলে

প্রোফাইল ব্যাকলিংক কাকে বলে ? কিভাবে প্রোফাইল ব্যাকলিংক করতে হয় ?


আসসালামু আলাইকুম | আমি আজকে আপনাদের সাথে এসইও এর একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রোফাইল ব্যাকলিংক সম্পর্কে আলোচনা করব | আমরা যারা অনলাইন সম্পর্কে মোটামুটি ধারণা রাখে তারা সবাই এসইও সম্পর্কে জানি | আর এই এসইও  এর কাজের একটি অংশ হচ্ছে ব্যাকলিংক | ব্যাকলিংক এর মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে | তার ভিতরে একটি হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক |


প্রোফাইল ব্যাকলিংক কাকে বলে ?


অনলাইনে এমন অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে আপনারা আপনাদের নিজস্ব প্রোফাইল তৈরি করতে পারেন | আর সে প্রোফাইল এর মধ্যে আপনি চাইলে আপনার ওয়েবসাইট বা ওয়েব পেজের লিংক এড করতে পারেন |  ওয়েবসাইটের মধ্যে নিজের প্রোফাইলে যে কোন লিংক এড করাকেই প্রোফাইল ব্যাকলিংক বলা হয় |


উদাহরণস্বরূপ আমরা ফেসবুকের কথা বলতে পারি | ফেসবুকে আমরা আমাদের একটি নিজস্ব প্রোফাইল তৈরি করতে পারে এবং সেখানে বিভিন্ন লিঙ্ক এড করার অপশন থাকে | সেখানে যদি আপনি আপনার যেকোন ওয়েবসাইটের লিংক এড করেন তাহলে সেটাই একটি প্রোফাইল ব্যাকলিংক হিসেবে কাজ করবে |


প্রোফাইল ব্যাকলিংক এর সুবিধা ?


একটি ওয়েবসাইট রেঙ্ক করানোর জন্য এবং ভিজিটর বাড়ানোর জন্য ব্যাকলিংক এর গুরুত্ব অনেক | প্রোফাইল ব্যাকলিংক করার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি, সার্চ ইঞ্জিন রেংকিং এবং সেই সাথে সাথে আপনার ওয়েবসাইটের ভিজিটর বৃদ্ধি করতে পারবেন |


কিভাবে প্রোফাইল ব্যাকলিংক করতে হয় ?


ব্যাকলিংক তৈরি করার মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক | এই প্রোফাইল ব্যাকলিংক তৈরি করার জন্য আপনাকে কিছু নিয়ম মেনে তৈরি করতে হবে | তাহলে আপনি খুব সহজেই আপনার ওয়েবসাইটের রেংকিং বাড়াতে পারবেন |


  • আপনি যখন কোন ওয়েবসাইটে প্রোফাইল তৈরি করবেন তখন অবশ্যই সকল তথ্য দিয়ে প্রোফাইল তৈরি করবেন | এতে করে আপনার প্রোফাইলটা অনেক   বিশ্বাসযোগ্য হবে সবার কাছে |
  • About Me/Authour/Other Information এই বিষয়গুলোর ক্ষেত্রে যে  ওয়েব সাইটের ব্যাকলিংক করবেন সেই ওয়েবসাইটের বিস্তারিত দেয়ার চেষ্টা করবেন |
  • আপনার কাছে যদি সময় থাকে বা সম্ভব হয়ে থাকে তাহলে চাইলে দুই একটা পোস্ট আপনি আপনার প্রোফাইলে করে রাখতে পারেন | এতে করে আপনার প্রোফাইল একটি একটিভ প্রোফাইল তা বোঝা যাবে|
  • আপনি যদি অনেকগুলো প্রোফাইল ব্যাকলিংক করতে চান অনেক ওয়েবসাইটের জন্য তাহলে একই অথর ব্যবহার না করে ভিন্ন ভিন্ন author ব্যবহার করবেন |

আপনাদের যদি হাই কোয়ালিটি ডুফলো ব্যাকলিংক এর প্রয়োজন হয় তাহলে Google Top Ranking  এখানে যোগাযোগ করতে পারেন |


সুতরাং কোন ওয়েবসাইটের জন্য প্রোফাইল ব্যাকলিংক একটি কার্যকরী উপায় | এর জন্য আপনার কোন নলেজ এর প্রয়োজন হবে না | আপনি খুব সহজেই প্রোফাইল ব্যাকলিংক তৈরী করতে পারবেন আপনার ওয়েবসাইটের জন্য |










একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ