ফেসবুক পেজ ভাইরাল করার টিপস এন্ড ট্রিকস-How To Viral Facebook Page

 

ফেসবুক পেজ ভাইরাল করার টিপস এন্ড ট্রিকস (How To Viral Facebook Page)
ফেসবুক পেজ ভাইরাল করার টিপস এন্ড ট্রিকস

ফেসবুক পেজ ভাইরাল করার টিপস এন্ড ট্রিকস (How To Viral Facebook Page)

আসসালামু আলাইকুম | কেমন আছেন সবাই | আমি জান্নাতুল ফেরদৌস আজকে আপনাদের সাথে শেয়ার করব ফেসবুক পেজ ভাইরাল করার কিছু প্রয়োজনীয় টিপস এন্ড ট্রিকস (How To Viral Facebook Page) |আমরা যারা ফেসবুক ব্যবহার করি তাদের কমবেশি সবারই ফেসবুক প্রোফাইল এর পাশাপাশি একটি করে ফেসবুক পেজ আছে | সেলিব্রিটি বা নামিদামি মানুষগুলো ফেসবুক পেজ বেশি ব্যবহার করে থাকে | কিন্তু বর্তমানে ফেসবুকের মাধ্যমে সবাই উপার্জন করতে পারে |  তাই কমবেশি এখন সবারই একটি করে ফেসবুক পেজ থাকে |আর  এ ফেসবুক পেজটি ভাইরাল করার জন্য কিছু টিপস আপনি ব্যবহার করতে পারেন | এতে করে আপনার  পেজের পরিচিতি বাড়বে সেইসাথে আপনি ইনকাম করতে পারবেন |


ফেসবুক পেজ ভাইরাল করার টিপস এন্ড ট্রিকস (How To Viral Facebook Page)


প্রথমত সঠিকভাবে পেজ তৈরি করা :  ফেসবুক পেজ তৈরি করার সময় অবশ্যই আপনাকে প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে তা হল আপনার পেজের উদ্দেশ্য বা কনটেন্ট অনুযায়ী সুন্দরভাবে পেজটাকে তৈরি করা |  যেমন__ আপনার কনটেন্টের সাথে মিল রেখে পেজের নাম, প্রোফাইল এবং কভার ফটো আপলোড করা | পেইজের এবাউট সেকশনে  বিস্তারিত সবকিছু সুন্দর করে গুছিয়ে লিখে দেওয়া | সেইসাথে আপনার  কনটেন্ট এরসাথে মিল রেখে পেজের ডিজাইন সিলেট করা | একজন ভিজিটর যখন আপনার পেইজে প্রবেশ করবে সে যেন বিস্তারিত সব তথ্য আপনার পেজ থেকে পেয়ে যায় | এতে করে ভিজিটর অনেক সময় আপনার পেজে অবস্থান করবে ও আপনার পেজের এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে |


আনকমন ও কোয়ালিটি কনটেন্ট তৈরি করা : আপনি যখন কনটেন্ট তৈরি করবেন তখন একটি জিনিস মাথায় রাখবেন সেটা হল, আপনি যা করছেন তা যেন অন্যজনের থেকে আলাদা হয় | উদাহরণস্বরূপ বলা যায়__ আপনার বন্ধু ফুড রিলেটেড কনটেন্ট তৈরি করে | এখন আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনিও ফুড রিলেটেড কনটেন্ট তৈরি করবেন | আপনি চাইলে আপনার বন্ধুর ভিডিও থেকে আইডিয়া নিতে পারেন কিন্তু হুবহু সেম ভাবে আপনি ভিডিও তৈরি করবেন না | তাহলে সেই ভিডিও কোন ভিজিটর দেখবে না | কারণ তারা অলরেডি এই টাইপের কনটেন্ট হয়তো বা কোথাও দেখেছে | তাই আপনাকে সব সময় এমন কিছু কনটেন্ট তৈরি করতে হবে যা সবার থেকে একটু আনকমন হয় এবং অবশ্যই কোয়ালিটি মেইনটেইন করতে হবে | আপনার ভিডিও যেন এইচডি কোয়ালিটির হয় | কারণ ভিজিটর তখনি আপনার ভিডিও দেখবে যখন সেটা দেখতে খুব ক্লিয়ার এবং সুন্দর দেখাবে | আপনার ভিডিওর কোয়ালিটি যত ভালো হবে আপনার পেজের ফলোয়ার বৃদ্ধি পাবে এবং ভাইরাল হবে আপনার ভিডিও |


আকর্ষণীয় থামনেল তৈরি করা :  ভিডিও আপলোড দেওয়ার পূর্বে আমাদের সেখানে একটি থামনেল দিতে হয় | ও সেই থামনেল বলে দেয় আপনার ভিডিওটি কি সম্পর্কে | কোন  দর্শক যখন আপনার ভিডিও রিলেটেড কীবোর্ড লিখে সার্চ করে তখন তার সামনে অনেকগুলো ভিডিও শো করা হয় | সেখান থেকে যার ভিডিও থামনেল অনেক বেশি আকর্ষণীয় হয় ভিজিটর সেই ভিডিওতে বেশি ক্লিক করে | তাই আপনার ভিডিওর থামনেল যত বেশি আকর্ষণীয় হবে আপনার ভিডিওর ভিউ তত বেশি বেড়ে যাবে |


কমেন্টের রিপ্লাই দেওয়া :  আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন এবং আপনার সেই ভিডিওতে যদি কেউ কমেন্ট করে থাকে তাহলে দেখবেন ফেসবুক আপনাকে একটি নোটিফিকেশন পাঠাবে | সেই নোটিফিকেশনে আপনাকে ফেসবুক আপনাকে কিছু রিকমেন্ড করবে | যেমন_ আপনাকে তারা বলবে যে আপনি আপনার প্রতিটা কমেন্টের রিপ্লাই করবেন | তাহলে আপনার ভিডিওর ভিউ আরো বেশি বাড়বে | আপনি যখন আপনার ভিডিওর প্রতিটা কমেন্ট রিপ্লাই করবেন অটোমেটিক্যালি ফেসবুক আপনার সেই ভিডিওটাকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেবে | এতে করে আপনার ফেসবুক পেজ ভাইরাল হবে (Facebook Page Viral) |এছাড়া কমেন্টের রিপ্লাই করলে ভিজিটর আপনার উপর খুশি হবে এবং সে পুনরায় আপনার নতুন ভিডিও দেখতে আগ্রহী হবে |


আকর্ষণীয় ভিডিও টাইটেল ব্যবহার :  আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন সব সময় চেষ্টা করবেন সেই ভিডিও রিলেটেড আকর্ষণীয় টাইটেল ব্যবহার করার | দর্শক বা ভিজিটর অনেক সময় ভিডিও টাইটেল দেখে ভিডিওর উপর ক্লিক করে | ভিডিও টাইটেল যদি দেখতে খুব আকর্ষণীয়  হয় তাহলে সেই ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে |


ভুল তথ্য না দেওয়া :  আপনি যখন কোন ভিডিও তৈরি করবেন তখন অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন আর সেটি হল ভিডিওর মধ্যে আপনি কোন ভুল তথ্য দিবেন না | কারণ আপনি যদি ভুল তথ্য দেন তাহলে কিন্তু দর্শক সেটা খুব সহজেই বুঝতে পারবে | আর এই ভুল তথ্য দেয়ার কারণে সে কিন্তু আর কখনো আপনার কাজে আসবে না | এতে করে আপনার পেজের একটি নেগেটিভ ইম্প্রেশন তৈরি হবে ও পেজ ডাউন হওয়ার সম্ভাবনা থাকে | এক্ষেত্রে অনেকে আপনার পেজ এর উপর ভুল তথ্য দেয়ার জন্য ফেসবুকের কাছে কমপ্লেন করতে পারে | আর যদি ফেসবুক দেখে আপনি ভুল তথ্য দিচ্ছেন দর্শকদের তাহলে তার আপনার ফেসবুকে ব্লক করে দিতে পারে | তাই সব সময় চেষ্টা করবেন সঠিক তথ্য সবার সামনে তুলে ধরার |


রিল আপলোড করা :  ফেসবুকে একটি নতুন আপডেট এসেছে আর তা হল রিল  বা শর্ট ভিডিও আপলোড করা | আর একটি পেজ দ্রুত ভাইরাল করার জন্য সবচেয়ে সহজ এবং সর্বোত্তম উপায় হচ্ছে বর্তমান সময়ে শর্ট ভিডিও আপলোড করা | ফেসবুকের মধ্যে শর্ট ভিডিও রিচ বর্তমান সময়ে সবচেয়ে বেশি | তাই আপনি যদি আপনার পেজকে ভাইরাল করতে চান তাহলে অবশ্যই বেশি বেশি করে শর্ট ভিডিও আপলোড করবেন |


সুতরাং পরিশেষে বলা যায়, একটি ফেসবুক পেজ ভাইরাল করার জন্য আমরা বিভিন্ন ধরনের উপায়ে ব্যবহার করতে পারি | কিন্তু অল্প সময়ে কিছু পাওয়া খুব কঠিন | কোনো কিছু পেতে হলে আপনাকে এর পেছনে অনেক পরিশ্রম করতে হবে এবং সেইসাথে নিয়ম অনুযায়ী কাজ করতে হবে | তাই আপনি যদি উপরে উল্লেখিত নিয়ম গুলো পালন করতে পারেন সঠিকভাবে তাহলে আশা করছি আপনার ফেসবুক পেজ ভাইরাল হবে (How To Viral Facebook Page) |


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ