ইনফ্লুয়েন্সার মার্কেটিং কাকে বলে ? একজন সফল ইনফ্লুয়েন্সার মার্কেটার হওয়ার টিপস

 

What Is Influencer Marketing
ইনফ্লুয়েন্সার মার্কেটিং কাকে বলে ? একজন সফল ইনফ্লুয়েন্সার মার্কেটার হওয়ার টিপস

ইনফ্লুয়েন্সার মার্কেটিং কাকে বলে ? একজন সফল ইনফ্লুয়েন্সার মার্কেটার হওয়ার টিপস

ইনফ্লুয়েন্সের মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটি মাধ্যম| বর্তমানে ইনফ্লুয়েন্সার মার্কেটিং সম্পর্ক আমরা অনেকেই জেনে থাকি| অনেক ক্ষেত্রেই এখন ইনফ্লুয়েন্সার মার্কেটিং ব্যবহার করা হয়| আর এ ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ে অনেকেই এখন ভালো সফলতা লাভ করছেন |

ইনফ্লুয়েন্সের মার্কেটিং কাকে বলে ?

ইনফ্লুয়েন্সের মার্কেটিং হচ্ছে অন্যের কোন পণ্য বা সেবা নিজের সোশ্যাল প্রোফাইলে বা একাউন্টে শেয়ার করা| আরো বিস্তারিত করে বলতে হলে আমাদের অনেকেই আছেন যাদের সোশ্যাল মিডিয়ায় অনেক অনুসারী বা ফলোয়ার আছে | এবং তারা তাদের একাউন্টে যা শেয়ার বা পোস্ট করেন তা অতি সহজেই অনেকের কাছে পৌঁছে যায় | তাই এখন অনেক কোম্পানি বা ব্যক্তিগত কাজের জন্য মানুষ এসব পপুলার ব্যক্তিদের একাউন্টে তাদের পণ্য বা সেবা প্রচার করার জন্য ব্যবহার করে থাকে | একেই ইনফ্লুয়েন্সার মারকেটিং বলে |

উদাহরণস্বরূপ বলা যায়, আমাদের দেশে এখন অনেক টিকটক সেলিব্রেটি আছেন যাদের ফ্যান ফলোয়ারের সংখ্যা 5 থেকে 6 মিলিয়ন | এবং তারা সবাই ইনফ্লুয়েন্সের মার্কেটিং করে থাকে | আপনারা যখন তাদের ভিডিও দেখেন তখন এমন অনেক ভিডিও আছে যেখানে তারা বিভিন্ন সময় বিভিন্ন ড্রেস, গহনা, জুতা ইত্যাদি নিয়ে ভিডিও বানায় এবং তাদের ভিডিও ডেসক্রিপশনে সেই কোম্পানির নাম উল্লেখ করে দেন | কারণ ড্রেস, গহনা, জুতার কোম্পানি গুলো তাদেরকে স্পন্সর করে | কারণ তারা হল ইনফ্লুয়েন্সার | এবং তাদের একাউন্টের মাধ্যমে ইনফ্লুয়েন্সের মার্কেটিং করা হয়েছে |


একজন সফল  ইনফ্লুয়েন্সের মার্কেটার হওয়ার টিপস

Influencer Marketing, ইনফ্লুয়েন্সার
ইনফ্লুয়েন্সার

আপনি যদি একজন সফল ইনফ্লুয়েন্সার হতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার কমিউনিটি বা ফ্যান ফলোয়ার বাড়াতে হবে | আর এ ফ্যান ফলোয়ার বাড়ানোর কিছু টেকনিক বা টিপস রয়েছে | নিচে আমি কিছু টিপস নিয়ে আলোচনা করব__

বিশেষ কোন ট্যালেন্ট


আমাদের সবার মাঝেই এমন কিছু বিশেষ গুণ বা  ট্যালেন্ট থাকে যা সব সময় অন্যদের থেকে একটু ভিন্নতা এনে দেয় | যেমন কেউ আছে খুব সুন্দর ছবি আট করতে পারে, আবার কেউ আছে গান গাইতে পারে, নাচতে পারে আবার অনেকে আছে সুন্দর অভিনয় করতে পারে | আপনার যদি এমন কোন ট্যালেন্ট থাকে তাহলে আপনি তা সবার কাছে  দেখাতে পারেন আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে | এতে করে আপনার ট্যালেন্ট যদি সবার কাছে ভালো লাগে তাহলে তারা আপনাকে ফলো করবে এবং দিন দিন আপনার কমিউনিটি  বা ফলোয়ার বৃদ্ধি পাবে | 


ভালো মানের কনটেন্ট


আপনাকে অবশ্যই ভালো মানের কনটেন্ট তৈরি করতে হবে | আপনার কনটেন্ট গুলো এমন ভাবে তৈরি করতে হবে যেন যে কেউ আপনার কনটেন্ট দেখে মুগ্ধ হয় এবং আপনার ভিতরে ডিফারেন্ট কিছু দেখতে পায় | এতে করে তারা আপনাকে ফলো করবে | এবং সবসময় চেষ্টা করবেন প্রতিনিয়ত কনটেন্ট পোস্ট করার |


পপুলার সোশ্যাল মিডিয়ায় একাউন্ট


যতগুলো পপুলার সোশল মেডিয়া রয়েছে যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিংকদিন ইত্যাদি সবগুলো সাইটে অ্যাকাউন্ট তৈরি করতে হবে | এবং চেষ্টা করবেন সবগুলো সাইট এ একটিভ থাকার | কারণ এমন হতে পারে হঠাৎ করে আপনার কোন একটি একাউন্টের কোন একটি পোস্ট বা কনটেন্ট ভাইরাল হয়ে গেছে | তখন একটি অ্যাকাউন্ট থেকে আপনি আপনার অন্যান্য একাউন্টে ফলোয়ার বাড়াতে পারবেন |


একটিভ থাকা


আমি আগেও বলেছি আর এখন আবার বলছি ইনফ্লুয়েন্সের মার্কেটিং এ সফল হতে হলে আপনাকে অবশ্যই অনলাইনে সবসময় একটিভ থাকতে হবে | আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া রয়েছে সবগুলোতে প্রতিনিয়ত অ্যাক্টিভ কনটেন্ট দিয়ে ফলোয়ার ধরে রাখতে হবে | তাহলে আপনি ইনফ্লুয়েন্সের মারকেটিং সফল হতে পারবেন |

সুতরাং উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে,ইনফ্লুয়েন্সের মার্কেটিং কাকে বলে এবং কিছু টিপস্ শেয়ার করেছি সেগুলো ফলো করলে আপনি ইনফ্লুয়েন্সের মার্কেটিং এ সফল হতে পারবেন |




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ