What Is Digital Marketing In Bangla-ডিজিটাল মার্কেটিং কি ? ডিজিটাল মার্কেটিং এর ধাপসমূহ


ডিজিটাল মার্কেটিং কি ? ডিজিটাল মার্কেটিং এর ধাপসমূহ (What Is Digital Marketing In Bangla)
ডিজিটাল মার্কেটিং কি ? ডিজিটাল মার্কেটিং এর ধাপসমূহ

ডিজিটাল মার্কেটিং কি ? ডিজিটাল মার্কেটিং এর ধাপসমূহ (What Is Digital Marketing In Bangla)


ভূমিকা (What Is Digital Marketing In Bangla)


আজকে আমি আপনাদের জানাব ডিজিটাল মার্কেটিং কি (What Is Digital Marketing)?  এবং ডিজিটাল মার্কেটিং এর ধাপসমূহ |  বর্তমান সময়ে খুবই প্রতিযোগিতামূলক এবং ইন্টারনেট নির্ভর |  এখানে আপনাকে টিকে থাকতে হলে অবশ্যই সবার সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে |  তাহলে আপনি সফলতায় সিড়িতে উঠতে পারবেন | এখন বেশিরভাগ ব্যবসা সার্ভিস বা অন্যান্য সব কিছু মানুষ অনলাইনে পরিচালনা করে | কারণ পুরো পৃথিবীর প্রায় বেশিরভাগ মানুষই এখন অনলাইন ব্যবহার করে |  তাই সবকিছুই অনলাইন নির্ভর হয়ে পড়েছে |  ডিজিটাল মার্কেটিং অনলাইনে (Digital Media)একটি অংশ |  সবকিছু বিবেচনা করে ডিজিটাল মার্কেটিং বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে গেছে |  তো চলুন আমরা এখন জেনে নেই ডিজিটাল মার্কেটিং কি বা কাকে বলে ?  তবে তার আগে আপনাদের ডিজিটাল  ও মার্কেটিং কি সে সম্পর্কে আলাদা করে একটু ধারণা দেই |


ডিজিটাল (Digital)


ডিজিটাল হচ্ছে একটি ইংরেজী শব্দ যার বাংলা অর্থ হল আধুনিকতা |  সবাই এখন আধুনিকতার ছোঁয়ায় ভাসছে | অন্যান্য দেশগুলো  ডিজিটালের দিক থেকে এগিয়ে আছে |  বর্তমানে বাংলাদেশে ডিজিটাল এর পথে হাঁটছে |  সবাই এখন সবকিছু অতি সহজে তার চাহিদা মতো হাতের কাছে পেয়ে যায় |


মার্কেটিং (Marketing)


মার্কেটিং ও একটি ইংরেজী শব্দ |  এর বাংলা অর্থ হলো প্রচার করা | আমরা বিভিন্ন মাধ্যম ব্যবহার করে যে সকল প্রচার-প্রচারণা বিজ্ঞাপন দিয়ে থাকে তাকে মার্কেটিং বলে |  মার্কেটিং করা  প্রতিটা ব্যবসা বা সার্ভিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ | 


ডিজিটাল মার্কেটিং কি?(What Is Digital Marketing In Bangla)


ডিজিটাল মার্কেটিং(Digital Marketing) এর অর্থ হল আধুনিক ভাবে প্রচার প্রচারণা করা |  ব্যাপকভাবে বলতে হলে,  ডিজিটাল মার্কেটিং বলতে বুঝায় বর্তমানে অনলাইনে যেকোনো পণ্য বা সার্ভিস এর বিজ্ঞাপন প্রচার করা(What Is Digital Marketing) | এখন এ বিজ্ঞাপনের মাধ্যম গুলো হতে পারে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম, এসইও ইত্যাদি | এছাড়া আরো অনেক মাধ্যম আছে ডিজিটাল মার্কেটিং ব্যবহার করার জন্য | 


সুতরাং আপনি বা আমি বুঝতে পারছি যে,  বর্তমান সময়ে নিজেকে এবং নিজের ব্যবসা টিকিয়ে রাখতে হলে ডিজিটাল মার্কেটিং আমাদের জন্য কতটা প্রয়োজন(Digital Marketing Examples) |


ডিজিটাল মার্কেটিং এর ধাপসমূহ (Types Of Digital Marketing)


ডিজিটাল মার্কেটিং ব্যবহার করার জন্য অনেক ধরনের ধাপ বা মাধ্যম রয়েছে |  কিন্তু বর্তমানে যে সমস্ত   ধাপ বা মাধ্যম বেশি ব্যবহার করা হয় আমি আজকে সেই সম্পর্কে আলোচনা করব__


  1. এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
  2. এসি ইএম  বা সার্চ ইঞ্জিন মার্কেটিং
  3. সোশ্যাল মিডিয়া মার্কেটিং
  4. মার্কেটিং মার্কেটিং
  5.  ইমেইল মার্কেটিং
  6. অ্যাফিলিয়েট মার্কেটিং
  7. ই কমার্স মার্কেটিং
  8. সিপিএ মার্কেটিং
  9. ইনফ্লুয়েন্সের মার্কেটিং
  10. ওয়েবসাইট মার্কেটিং


                                         এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন

এসইও এর পূর্ণরূপ হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন |  এসইও হচ্ছে বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং এর একটি অতি গুরুত্বপূর্ণ ধাপ |  সবার ব্যবসা এখন অনলাইন নির্ভর |  তাই সবারই এখন ওয়েবসাইট বা ওয়েব পেজ থাকে |  আর সেই ওয়েবসাইট বা ওয়েবপেজটি বিভিন্ন সার্চ ইঞ্জিনের প্রথম পেজে থাকা খুবই গুরুত্বপূর্ণ |  মানুষ যখন কিছু লিখে সার্চ করে  তখন প্রথম পেজে  যে রেজাল্ট গুলো দেখানো হয় মানুষ তাতে ক্লিক করে বেশি |  আর সার্চ পেজে প্রথমে যেকোনো ওয়েবসাইট বা ওয়েব পেজকে দেখানোর জন্য যে সমস্ত কাজ বা প্রক্রিয়া সম্পন্ন করা হয় তাকে  এসইও বলে |  এজন্য ডিজিটাল মার্কেটিং (what is digital marketing) এ  এসইও খুবই প্রয়োজন |

এসইএম বা সার্চ ইঞ্জিন মার্কেটিং

এসইএম এর পূর্ণরূপ হল সার্চ ইঞ্জিন মার্কেটিং |  একে আবার   টাকার বিনিময় মার্কেটিং ও বলা হয় |  এটিও ডিজিটাল মার্কেটিং এর একটি গুরুত্বপূর্ণ ধাপ |  এসইএম বলতে আমরা বুঝি বিভিন্ন সার্চ ইঞ্জিন যেমন গুগল ইয়াহু বিং ইত্যাদি গুলোতে টাকার বিনিময়ে যে সমস্ত বিজ্ঞাপন বা মার্কেটিং করা হয় |  অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে যারা টাকার বিনিময়ে তাদের পণ্যের মার্কেটিং করে  এস ইএমএর মাধ্যমে | 

সোশ্যাল মিডিয়া মার্কেটিং (Social Media Marketing)


আমরা অনেকেই বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার সাথে পরিচিত আছে |  যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব ইত্যাদি | এসমস্ত সোশ্যাল মিডিয়া গুলো ব্যবহার করে যে মার্কেটিং করা হয় তাকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে |  বর্তমানে ডিজিটাল মার্কেটিং আরো একটি জনপ্রিয় ধাপ হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং |  এখন বেশিরভাগ মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে |  তাই এ মাধ্যমে ডিজিটাল মার্কেটিং এর বেশি লাভ পাওয়া যায় |

কনটেন্ট মার্কেটিং


কনটেন্ট হলো যেকোনো পণ্য সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা |  আর কনটেন্ট  মার্কেটিং হল সেই বর্ণনাকে সঠিক গ্রাহকের কাছে প্রচার বা পৌঁছে দেওয়া | ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে কনটেন্ট মার্কেটিং খুবই ভালো ফলাফল দিয়ে থাকে | এর মাধ্যমে মানুষ তার প্রয়োজন মতো পণ্য সম্পর্কে খুব সহজে অনলাইনে ঘরে বসে জানতে পারে |


 ইমেইল মার্কেটিং


ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেকেই ইমেইল মার্কেটিং গুরুত্ব দিচ্ছে | ইমেইল মার্কেটিং এর মাধ্যমে প্রথমে  বিভিন্ন কৌশলে গ্রাহকের ইমেইল সংগ্রহ করা হয় এবং তারপর সে ইমেইলে পণ্যের বিস্তারিত সম্পর্কে গ্রাহককে ইমেইল করা হয় | এতে করে অনেকে আছে প্রতিনিয়ত বিভিন্ন কাজে ইমেইল চেক করেন তখন সে যদি তার প্রয়োজন এমন পণ্যের কোন বিজ্ঞাপন দেখেন তাহলে  সে এই পণ্যটি ক্রয়  করতে পারেন |


 অ্যাফিলিয়েট মার্কেটিং


বর্তমানে অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠান আছেন যারা তাদের পণ্য বিক্রয় করার জন্য বিভিন্ন এফিলিয়েট প্রোগ্রাম ব্যবহার করে |  এফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের  পণ্যের লিংক  বিভিন্ন  মার্কেটারদের দিয়ে থাকে |  এবং সেই লিঙ্ক এর ধারা যদি কোনো পণ্য বিক্রি করা হয় তাহলে তারা মার্কেটারদের কিছু পরিমাণ কমিশন  দিয়ে থাকে | 


ই-কমার্স মার্কেটিং


এখন বেশিরভাগ ব্যবসায়ী অনলাইন অন্তর্ভুক্ত |  আর অনলাইনে সমস্ত ব্যবসার পণ্য বিক্রি করার জন্য বিভিন্ন ওয়েবসাইট তৈরি করা হয় |  যেমন অ্যামাজন, ইবে, আলিবাবা ইত্যাদি |  এসমস্ত ওয়েবসাইটকে ই-কমার্স ওয়েবসাইট বলা হয় |  আর এই ইকমার্স ওয়েবসাইট মার্কেটিং  ই-কমার্স  মার্কেটিং বলে |  ই-কমার্স মার্কেটিং এর অনেক সুবিধা রয়েছে |


সিপিএ মার্কেটিং


সি পি এ এর পূর্ণরূপ হল  কষ্ট পার একশন |  সিপিএ মার্কেটিং বলতে বুঝানো হয়,  কোন একটি ফিক্সট টাকার বিনিময়ে কোন একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করা |  যেমন কোন ইমেইল সাবমিট বা সংগ্রহের কাজ,  কোন ফরম পূরণ করার কাজ  বা কোন কিছু ইন্সটল করার কাজ ইত্যাদি |  বর্তমান সময়ে অনেকেই সিপিএ মার্কেটিং করে  প্রচুর  ডলার আয় করছেন |


ইনফ্লুয়েন্সের মার্কেটিং


ইনফ্লুয়েন্সের মার্কেটিং হচ্ছে, বর্তমান সময় অনেক  জনপ্রিয় লোকজন আছে যাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেক ফলোয়ার অনুসারী থাকে |  তারা টাকার বিনিময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য   তাদের সেই একাউন্টে মিলিয়ন ফলোয়ার এর কাছে শেয়ার করে থাকে |  এতে করে যে বা যারা বিজ্ঞাপনের জন্য ইনফ্লুয়েন্সের মার্কেটিং করেন  তাদের পণ্য অতি সহজে মিলিয়ন মানুষের কাছে পৌঁছে দেয় |


 ভিডিও মার্কেটিং


ভিডিও মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর একটি ধাপ |  এখন অনেক প্রতিষ্ঠান আছে যারা তাদের পণ্য সম্পর্কে গ্রাহকদের সহজে বুঝানোর জন্য  বা আকর্ষণীয় করার জন্য বিভিন্ন ধরনের ভিডিও তৈরী করে এবং তা মার্কেটিং করে |  ভিডিও মার্কেটিংয়ের একটি বড় মাধ্যম হচ্ছে ইউটিউব |  কিন্তু বর্তমানে ফেসবুকে অনেক ভিডিও মার্কেটিং করা হয় | 


 উপসংহার


সুতরাং উপরোক্ত আলোচনার মাধ্যমে আমরা ডিজিটাল মার্কেটিং কি (What Is Digital Marketing In Bangla) ও এর কিছু  গুরুত্বপূর্ণ ধাপ সম্পর্কে জানতে পারলাম |  এবং এটা বুঝতে পারলাম যে ডিজিটাল মার্কেটিং আমাদের জীবন ও কাজকে কতটা সহজলভ্য করে দিয়েছে |  তাই বর্তমানে এই ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে | 










একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ