How To Monetize Your Blog With Google Adsense

 

How To Monetize Your Blog With Google Adsense
How To Monetize Your Blog With Google Adsense

How To Monetize Your Blog With Google Adsense 


How To Monetize Your Blog With Google Adsense–গুগল এডসেন্সের মাধ্যমে আপনি আপনার ব্লগ পোস্টের দ্বারা খুব ভালো একটা অর্থ উপার্জন করতে পারেন | প্রায় দুই দশকের বেশি সময় ধরে গুগল এডসেন্স জনপ্রিয় হয়ে আসছে | এবং এ গুগল এডসেন্সের মাধ্যমে আপনি আপনার ব্লগে ভালো মানের পোস্ট করে তা থেকে মাসে হাজার হাজার ডলার ইনকাম করতে পারেন | 

ব্লগিং হচ্ছে একটি ভাল মাধ্যম যার দ্বারা আপনি আপনার ব্র্যান্ড খেয়ে খুব সহজে প্রসারিত করতে পারেন, আপনার যোগ্যতা কে সবার সামনে প্রমাণ করতে পারেন এবং এর দ্বারা আপনি কিছু অর্থ উপার্জন করতে পারেন | অর্থ উপার্জন করার জন্য প্রথমে আপনাকে জানতে হবে গুগলের অ্যাডসেন্স এ কিভাবে মনিটাইজ করতে হবে (How To Monetize Your Blog With Google Adsense) | কিন্তু মনিটাইজ করার পূর্বে আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে | আপনার ওয়েবসাইটে এমন কনটেন্ট নিয়ে কাজ করতে হবে যা পড়ার জন্য আপনার গ্রাহকরা আগ্রহী | যদি আপনি আকর্ষণীয় কিছু নিয়ে কাজ না করতে পারেন, তাহলে আপনি ব্লগিং এ মনিটাইজেশন (monetize) করে খুব ভালো একটা ইনকাম করতে পারবেন না | এবং আপনার সাইটটি ইন্টারনেটের দুনিয়ায় হারিয়ে যাবে অনেক দূরে |


কিন্তু ইতিমধ্যে যদি আপনার ব্লগ সব দিক থেকে একটি সাকসেসফুল ব্লগ হয়ে থাকে, তাহলে আপনি এই আর্টিকেল থেকে শিখতে পারবেন কিভাবে আপনি আপনার ব্লগ সাইট টিকে গুগল অ্যাডসেন্স মনিটাইজ (How To Monetize Your Blog With Google Adsense) করতে পারবেন | আপনাকে যাস কিছু সিম্পল রুলস মানতে হবে, তাহলে আপনি ব্লগিং (blogging) করে মাসে হাজার ডলার ইনকাম করতে পারবেন |


How To Monetize Your Blog With Google Adsense–কিভাবে আপনার ব্লগ সাইটকে মনিটাইজ করবেন গুগোল অ্যাডসেন্সে


গুগোল অ্যাডসেন্স (google adsense) হচ্ছে সবচেয়ে সেরা এড নেটওয়ার্ক, যার মাধ্যমে আপনি খুব সহজে মনিটাইজেশন করে আপনার ব্লগ থেকে ইনকাম করতে পারেন | গুগোল অ্যাডসেন্সে আপনি আপনার সাইটে এড দেওয়ার মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন | ও গুগল এডসেন্স দিয়ে আপনার সাইটে অর্থ উপার্জনের জন্য দুইটি উপায়ে আপনি শুরু করতে পারেন–


প্রথম উপায় হচ্ছে আপনি ইম্প্রেশন এর মাধ্যমে একটা নির্দিষ্ট পরিমান ইনকাম করতে পারেন গুগল এডসেন্স থেকে (how to monetize blogger with adsense) | আপনার ওয়েবসাইটে যদি প্রচুর পরিমাণে ভিজিটর থাকে, তাহলে আপনি তাদের সামনে শুধু এড দেখানোর মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন |


আর দ্বিতীয় উপায় হচ্ছে, আপনি আপনার ভিজিটরের ক্লিক এর উপর খুব ভালো একটা এমাউন্ট ইনকাম করতে পারেন (blogger monetization requirements) | আপনার ভিজিটর যদি আপনার ওয়েবসাইটে এসে, গুগল এডসেন্স এর দেখানো এডে ক্লিক করে, তাহলে আপনি প্রতি ক্লিকে একটি নির্দিষ্ট পরিমান অ্যামাউন্ট অর্জন করতে পারবেন | 


গুগল এডসেন্সের (google adsense) মাধ্যমে আপনার ব্লগ কে মনিটাইজ করার পেছনে, আপনার ব্লগে কি পরিমান ভিজিটর রয়েছে এবং সে ভিজিটর থেকে কি পরিমান ক্লিক আসছে তা খুব জরুরী | আপনি যদি গুগল অ্যাডসেন্স মনিটাইজ করতে চান তাহলে, প্রথমে আপনাকে গুগোল অ্যাডসেন্সে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে | এবং এটি তৈরি করা খুবই সহজ, আপনি আপনার একটি জিমেইল একাউন্টের মাধ্যমে গুগল এডসেন্স একাউন্ট তৈরী করতে পারবেন | এবং এই গুগল এডসেন্সের এড (google adsense ad) গুলি আপনি আপনার ব্লগের পোস্ট এর মাঝে বা কলামে দেখাতে পারেন | এছাড়া আপনি এখানে অন্যান্য নেটওয়ার্কের অ্যাড ও প্রদর্শন করতে পারেন | 


বিজ্ঞাপন দেখানোর জন্য কিভাবে অ্যাডসেন্সে সাইন আপ করবেন 


  •  প্রথমে ব্লগারের লগইন করুন
  • উপরে বাম দিকে “ডাউন অ্যারো” তে ক্লিক করুন
  • এবং সেখান থেকে আপনি আপনার কোন ব্লগে অ্যাড রান করাতে চাচ্ছেন সেখানে ক্লিক করুন
  • বাম মেনুতে “Earning”অপশনে ক্লিক করুন
  • গুগল এডসেন্স সাইনআপ অপশনে ক্লিক করুন | আপনি যদি অ্যাডসেন্সে সাইন আপ অপশন টি দেখতে না পান, তাহলে বুঝতে হবে আপনার সাইট গুগোল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার জন্য এখনও যোগ্য হয়নি | এজন্য আপনি তাদের চেকলিস্ট চেক করতে পারেন বিস্তারিত দেখার জন্য |
  • তারপর আপনি আপনার গুগল একাউন্টে ফরমটি ফিলাপ করুন অথবা একটি নতুন গুগোল অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন |
  • আপনার অ্যাপ্লিকেশনটি এপ্রুভ করার জন্য 48 আওয়ার এর মত সময় লাগতে পারে


আপনার পোস্টের মাঝে বিজ্ঞাপন দেখানোর জন্য কি কি করবেন


  • আপনার ব্লগারে লগইন করুন
  • উপরের বামদিকে ডাউন অ্যারো তে ক্লিক করুন
  • আপনি আপনার যে ব্লগে বিজ্ঞাপন দেখাতে চান সেখানে ক্লিক করুন
  •  বাম মেনু থেকে লে-আউট এ ক্লিক করুন
  • আপনার ব্লগের টেমপ্লেট এর উপর নির্ভর করে

“পেজ বডি” এর অধীনে “ব্লগ পোস্টে” ক্লিক করুন “এডিটিং”

“মেন” এর অধীনে “ ব্লগপোস্টে” “ এডিট” ক্লিক করে এডিট করুন

  • আপনার পোস্টের মধ্যে কোথায় বিজ্ঞাপন দেখানো হবে সেই অপশনটি  বাছাই করুন
  •  আপনার বিজ্ঞাপনের বিন্যাস, রং এবং কি ফরমেটে এড প্রদর্শন করা হবে তা সিলেক্ট করুন 
  • তারপর সর্বশেষ সেভ এ ক্লিক করুন
  •  এছাড়া আপনি চাইলে অটোমেটিক অ্যাড অপশন ব্যবহার করতে পারেন, যেখানে আপনার কিছুই করতে হবে না, গুগল এডসেন্স থেকে অটোমেটিক্যালি অ্যাড দেখানো হবে |


আপনার ব্লগ সাইটের কলামে অ্যাড দেখানোর জন্য কি কি করবেন


  • ব্লগারের লগইন করুন
  • উপরে বামে  মেনুতে “লেআউট” এ ক্লিক করুন
  • ক্লিক করুন “অ্যাড এ গেজেট”
  • তারপর ‘অ্যাডসেন্স গেজেট” এ ক্লিক করুন এবং সেভ করুন
  • অ্যাডসেন্সে কনফিগার করুন এবং তারপর সেভ এ ক্লিক করুন
  • উপরে ডানদিকে ‘সেভ অ্যারেঞ্জমেন্ট” এ ক্লিক করুন


সুতরাং আপনি যদি ওপরে দেওয়ার নিয়ম গুলো ফলো করে আপনার ব্লগে এডসেন্স যোগ করতে পারেন (How To Monetize Your Blog With Google Adsense), তাহলে আপনি খুব সহজে আপনার ব্লগ সাইটটি মনিটাইজ করতে পারবেন এবং এখান থেকে টাকা উপার্জন করতে পারবেন|



আরও আর্টিকেল



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ