How To Get YouTube Subscribers Fast 2022 |
How To Get YouTube Subscribers Fast 2022
How To Get YouTube Subscribers Fast 2022–বর্তমান সময়ে ইউটিউবে ভিডিও দেখে না এমন মানুষ খুঁজে পাওয়া খুবই বিরল | ইউটিউবে প্রায় সেভেন বিলিয়নের বেশি ভিডিও রয়েছে এবং প্রতিনিয়ত এর সংখ্যা বেড়েই চলেছে | এবং এখানে প্রায় 37 মিলিয়ন আর বেশি ইউটিউব চ্যানেল রয়েছে | এখন সবার প্রশ্ন হচ্ছে, কিভাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার পাবো এবং আমাদের ভিডিও গুলো অনুসন্ধানের প্রথমে নিয়ে আসব |
আমার আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিছু টিপস, কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারেন | এতে করে আপনি আরও অনেক বেশি youtube subscriber পেতে সক্ষম হবেন | এতে করে আপনার ইনকাম বৃদ্ধি পাবে এবং আপনার ভিউয়ারস বারবার আপনার চ্যানেলে আসবে |
একজন ইউটিউবার এর youtube থেকে আয় বেশির ভাগই আসে বিজ্ঞাপন দেখে | আপনার চ্যানেলে যত বেশি পরিমাণ ভিউ হবে, ততবেশি আপনার চ্যানেলে দেওয়া বিজ্ঞাপনের উপর ক্লিক এ সংখ্যা বেড়ে যাবে | ইউটিউব থেকে ইনকাম হয় বিজ্ঞাপন ভিউ এবং ক্লিক এর উপর ভিত্তি করে |
পেশা হিসেবে Youtube
ইউটিউব আয়ের একটি বড় উৎসব হলেও, এখানে আরো অনেক বিষয় জড়িত থাকে | Youtube এর মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সের সাথে সংযোগ স্থাপন করতে পারেন | আপনার আবেগ গুলি সবার সাথে খুব সহজেই ভাগ করে নিতে পারেন | এটি আপনাকে ইউটিউব এর এমন সদস্যদের সাথে সংযোগ স্থাপন করে যারা সারা বিশ্ব থেকে আপনার আবেগ ভাগ করে নেয় |
বেশিরভাগ লোক অনলাইনে বিনোদনমূলক, শিক্ষামূলক, অনুপ্রেরণাদায়ক বিষয়গুলি খুঁজে বেড়ায় | আপনি আপনার ইউটিউব ক্যারিয়ারে সফল হতে পারেন, যদি আপনি এমন কনটেন্ট তৈরি করেন যা আপনার সদস্যদের অনুপ্রেরণাদায়ক হয়ে থাকে | এখানে একটি বড় সুযোগ হল, আপনি যে কোন সময় ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন | ইউটিউব বিভিন্ন সঙ্গীতশিল্পী সহ বিভিন্ন শিল্পীদের অনেক উপকারে আসছেন | এখানে তারা খুব সহজেই তাদের অডিয়েন্সকে খুঁজে পাচ্ছেন | আপনার Subscriber হচ্ছে আপনার অডিয়েন্স |
How To Get YouTube Subscribers Fast 2022 __ ইউটিউব সম্পর্কে Great Thing
ইউটিউব হচ্ছে একটি প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম | এবং এখানে টিকে থাকার জন্য আপনার অনেক ধৈর্যের প্রয়োজন আছে | প্রথমে আপনাকে আপনার অডিয়েন্সকে বুঝতে হবে, তারা কি চান সে সম্পর্কে আপনাকে শিখতে হবে, তারা কি কি বিষয় অনুসন্ধান করে সে সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে | তবে এ নিয়ে চিন্তার কোন কারণ নেই | আপনাকে অবশ্যই প্রতিনিয়ত আপনার কনটেন্ট বলে প্রকাশ করতে হবে | এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটাই আপনার শক্তিশালী কনটেন্ট থাকতে হবে যা আপনার শ্রোতাদের আগ্রহ যোগাতে সাহায্য করবে | এই নিয়ম করে চলতে থাকলে আপনি প্রতিনিয়ত আপনার Subscriber বাড়াতে পারবেন |
ইউটিউব এর দ্বিতীয় আরেকটি বড় সুবিধা হল, এই কাজটি আপনি যেকোন সময় শুরু করতে পারেন | এই জন্য আপনাকে কোন বাজেটের পরিকল্পনা করতে হবে না | আপনার কাছে একটি বিষয়ের উপর নির্দিষ্ট ধারণা থাকলে আপনি যেকোন যায়গায় যেকোন সময় একটি ইউটিউব চ্যানেল তৈরি করে কাজ শুরু করতে পারেন | এজন্য আপনার কোন দলের প্রয়োজন হবে না | আপনি নিজে নিজে একাই কাজটি করতে পারবেন | নিজে একা একা সুন্দর একটি স্ক্রিপ্ট তৈরি করে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং তা খুব সহজেই পরিচালনা করতে পারবেন | আপনার কোন অফিস নেওয়ার প্রয়োজন নেই | আপনি বাড়িতে বসেই আপনার কাজের শুটিং শুরু করতে পারেন | এটি খুবই সহজ এবং বাড়িতে বসে কাজ করার একটি দুর্দান্ত উপায় | আপনি আপনার ছুটির দিনেও এ কাজটি করতে পারেন বাড়িতে বসে |
The Four Main Keys
1. ইউটিউব অপটিমাইজেশন (Youtube Optimization)
ইউটিউব ভিডিও এসইও (youtube video SEO)
ইউটিউব ভিডিও এসইও হল একটি সেরা টাইটেল বাছাই করা এবং আকর্ষণীয় থামলেন তৈরি করা | সেইসাথে বিবরণ তৈরি করা এবং ট্যাগ বসানো | এ চারটি বিষয় হচ্ছে ভিডিও মেটা ট্যাগ এবং খুবই গুরুত্বপূর্ণ | এছাড়া আপনাকে ক্যাপশন, সাবটাইটেল এবং সর্বশেষ কার্ড যুক্ত করার অপশন রয়েছে | ইউটিউবে আপনার
ভিডিওগুলোর উচ্চতর রেংকিং নিশ্চিত করার জন্য আপনাকে উপরে উল্লেখিত বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে | যদি কেউ আপনার বিষয় সম্পর্কিত কিছু লিখে সার্চ করে তাহলে আপনার ভিডিওগুলো প্রথম সারিতে দেখায় | আর এভাবে আপনি প্রতিনিয়ত আপনার Youtube Cahnnel এ অর্গানিক ভিউ পেতে থাকবেন|
এজন্য আপনি বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করতে পারেন | যে টুলস এর মাধ্যমে আপনি আপনার ইউটিউব এর কীওয়ার্ডগুলি গবেষণা করতে পারেন এবং এর মাসিক ভিজিটর এর পরিমাণ জানতে পারেন |
Suggested YouTube Videos
আপনি যখন আপনার ইউটিউব ভিডিও অটো ম্যাচ করবেন তখন স্বয়ংক্রিয়ভাবে ইউটিউব আপনার ভিডিওগুলি প্রচার করবে | এজন্য আপনাকে একটি আকর্ষণীয় শিরোনাম এবং শক্তিশালী থামলেন এটিকে নজর দিতে হবে | কারণ ইউটিউব যখন স্বয়ংক্রিয়ভাবে আপনার ভিডিওগুলি প্রচার করবে তখন যদি আপনার শিরোনাম এবং থামনেল আকর্ষণীয় হয় তাহলে আপনি প্রচুর পরিমাণে অর্গানিক ভিজিটর এবং সাবস্ক্রাইবার পাবেন | আর যত বেশি অর্গানিক ভিজিটর এবং সাবস্ক্রাইবার বৃদ্ধি পাবে তত বেশি আপনার ক্লিক এর হার বেড়ে যাবে এবং আয় এর পরিমাণ বৃদ্ধি পাবে |
Promoted YouTube Videos
প্রমোটেড ইউটিউব ভিডিওস মানে হচ্ছে, ইউটিউব এর বাইরে আপনার ভিডিওগুলো প্রমোট করা | এজন্য আপনি quora এবং reddit কে বেছে নিতে পারেন | এ প্লাটফর্ম গুলিতে আপনি আপনার চ্যানেল রিলেটেড বিভিন্ন বিষয়ে আলোচনা অংশগ্রহণ করতে পারেন এবং সেখান থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে পারেন | আপনি সেখানে আপনার ইউটিউব এর পোস্ট গুলো প্রকাশ করতে পারেন তবে যেন স্পাম না হয় |
YouTube Video Re-optimization
ইউটিউবে (youtube) আপনার পুরাতন ভিডিও গুলো পুনরায় অপটিমাইজ করুন | সব সময় অনুসন্ধান করুন আপনার পুরনো ভিডিও গুলোর মধ্যে কোন ভিডিওগুলি বেশ ভিউ হচ্ছে | সেই ভিডিও গুলি কি কি বিষয় পরিবর্তন করা দরকার | আপনি চাইলে নতুন করে থামনেল করতে পারেন | এবং এজন্য কি পরিবর্তন হলো তা দেখতে আপনি এক বা দুই সপ্তাহ অনুসন্ধান করতে পারেন | এটা নিশ্চিত করুন যে ভিজিটররা আবার নতুন করে আপনার ভিডিওগুলো দেখতে পারবে এতে করে আপনার সম্ভাব্য সাবস্ক্রাইবার পাওয়ার সম্ভাবনা আরো বেশি বেড়ে যাবে | এছাড়া আপনি চাইলে যেকোন ভিডিওকে আপনার ব্যক্তিগত হিসেবে সংরক্ষণ করতে পারেন এবং তারপর নতুন করে অপটিমাইজ করে আবার ব্যবহার করতে পারেন |
2. Consistency
আপনাকে ধারাবাহিকভাবে আপনার চ্যানেলকে পরিচালনা করতে হবে | প্রতিনিয়ত আপনার চ্যানেলের ভিডিও আপলোড করার চেষ্টা করুন | সপ্তাহে অন্তত একটি ভিডিও প্রকাশ করার জন্য চেষ্টা করুন | এতে করে আপনার চ্যানেলের ধারাবাহিকতা বজায় থাকবে এবং আপনার চ্যানেলে নতুনSubscriber সংখ্যা বাড়তে থাকবে |
3. কোয়ালিটি কনটেন্ট (quality content)
একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনার কনটেন্ট গুলো অবশ্যই কোয়ালিটি সম্পন্ন হতে হবে | কোয়ালিটি কনটেন্ট প্রকাশ না করাই শ্রেয় | আপনার ভিডিওগুলো অবশ্যই মান সম্মত হতে হবে এবং অনন্য হতে হবে | আপনাকে আপনার নিজ খুঁজে বের করতে হবে | এবং অবশ্যই আপনার শ্রোতাদের মূল্য দিতে হবে, তাদের বিষয়বস্তুগুলো বুঝতে হবে যেন তারা আপনার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে |
4. ধৈর্য (Patience)
এবং সর্বশেষ বিষয় হচ্ছে আপনাকে ধৈর্যের বিষয়টি মাথায় রাখতে হবে | ধৈর্য ছাড়া কোন কিছুতে সাফল্য অর্জন করা সম্ভব না | অনেক আছেন যারা কয়েক মাস কাজ করে হাল ছেড়ে দেন | এটা কোন ভাল বিষয় না | ইউটিউবে ধৈর্য বিষয়টা অবিচ্ছেদ্য | ফলাফল দেখার জন্য কমপক্ষে 6 মাস থেকে এক বছর পর্যন্ত অপেক্ষা করুন | আপনি দেখবেন ধীরে ধীরে আপনার চ্যানেলের উন্নত বৃদ্ধি হচ্ছে|
সুতরাং আপনি যদি একজন সফল ইউটিউবার হতে চান এবং এখান থেকে একটি ইনকাম সোর্স তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে উপরে উল্লেখিত
বিষয়গুলো মাথায় রাখতে হবে | আপনি যদি উপরোক্ত বিষয়গুলি মাথায় রেখে ইউটিউব নিয়ে কাজ করেন তাহলে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার (How To Get YouTube Subscribers Fast 2022) সংখ্যা প্রচুর বেড়ে যাবে |
আরও আর্টিকেল পড়ুন
0 মন্তব্যসমূহ