রাজকীয় রুই মাছের রেসিপি-Royal Rui Fish Recipe

 

রাজকীয় রুই মাছের রেসিপি
রাজকীয় রুই মাছের রেসিপি

রাজকীয় রুই মাছের রেসিপি-Royal Rui Fish Recipe

রুই মাছ বিভিন্ন রান্নার মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি রেসিপি হল রাজকীয় রুই মাছ রান্না | রুই মাছ খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না |  আপনি চাইলে ঘরে বসেই খুব সহজেই কিন্তু রেসিপি তৈরি করে খেতে পারেন | চলুন তাহলে দেখে নেই রেসিপিটি তৈরীর জন্য আমাদের কি কি উপকরণ লাগবে ।


রাজকীয় রুই মাছ রান্না রেসিপি তৈরি করতে যা যা লাগবে 


  • রুই মাছের ছোট টুকরো ৮/১০ টি,
  • পেঁয়াজ কুচি ১ কাপ
  • মরিচের গুঁড়া ১  চা চামচ
  • আদার রস ২ টেবিল চামচ
  • লবঙ্গ গুঁড়া ১  চা চামচ 
  • গোলমরিচ গুঁড়া ১ চা চামচ 
  • হলুদ গুঁড়া ১ চা-চামচ
  • ভাজা জিরার গুঁড়া ১ চা-চামচ
  • ধনিয়া গুঁড়া আধা চা চামচ 
  • তেল পরিমাণমতো
  •  লবণ - স্বাদমতো
  • কাঁচা মরিচ - ৮ টি
  • ধনে পাতা কুচি


রাজকীয় রুই মাছ  কিভাবে রান্না করবেন


প্রথমে মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিয়ে তাতে হলুদ গুড়া, মরিচ গুঁড়ো ও লবণ মাখিয়ে অল্প সময়ে রেখে দিন 

কড়াইতে তেল গরম করে মাছের টুকরোগুলো হলুদ হালকা করে দুই পিঠ ভেজে নিতে হবে | এবার কড়াইতে পরিমানমতো পেঁয়াজ কুচি ভেজে তুলে নিতে হবে,

এখন কড়াইতে একে একে করে সব মসলা ও লবণ দিয়ে ভালো করে কষিয়ে তাতে ভাজা রুই মাছ ও পরিমাণমতো পানি দিয়ে ঢেকে ১৫/২০ মিনিট রান্না করুন,

যখন দেখবেন মাছের মসলা ঘন হয়ে আসছে তখন কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিন, সেইসাথে ধনেপাতা ও পেঁয়াজ ভাজা দিয়ে আপনার চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন|


ব্যাস তৈরি হয়ে গেল ঘরেই মজাদার রাজকীয় রুই মাছের রেসিপি


আপনাদের জন্য আরো রেসিপি আর্টিকেল

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ