কিভাবে ফেসবুক কমিউনিটি চ্যাট তৈরি করবেন--Create Facebook Community Chat

 

কিভাবে ফেসবুক কমিউনিটি চ্যাট তৈরি করবেন--Create Facebook Community Chat
কিভাবে ফেসবুক কমিউনিটি চ্যাট তৈরি করবেন

কিভাবে ফেসবুক কমিউনিটি চ্যাট তৈরি করবেন--Create Facebook Community Chat


আসসালামু আলাইকুম |কেমন আছেন সবাই | আমি জান্নাতুল ফেরদৌস আজকে আপনাদেরকে ফেসবুকের একটি নতুন ফিচার সম্পর্কে বিস্তারিত জানাবো | আমরা সবাই কম বেশি ফেসবুক ব্যবহার করে থাকি |  ফেসবুকের একটি ফিচার হচ্ছে ফেসবুক গ্রুপ | আমাদের অনেকেরই বর্তমান সময়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করার জন্য অথবা অনেকে শখের বশে ফেসবুক গ্রুপ তৈরি  করে থাকি | কিন্তু ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনি একসাথে সরাসরি সবার সাথে যোগাযোগ করতে পারবেন না | আর এই সমস্যা দূর করার জন্য ফেইসবুক একটি নতুন ফিচার নিয়ে এসেছে যার নাম হচ্ছে ফেসবুক কমিউনিটি চ্যাট (Facebook Community Chat)|


ফেসবুক  কমিউনিটি চ্যাটের (Facebook Community Chat)  মাধ্যমে আপনি খুব সহজে আপনার ফেসবুক গ্রুপের সকল মেম্বারদের সাথে যোগাযোগ করতে পারবেন | এই ফেসবুক কমিউনিটি চ্যাট তৈরি করার জন্য আপনার মেসেঞ্জার ব্যবহার করতে হবে |


আপনার মোবাইলে যদি মেসেঞ্জার আপডেট করা না থাকে তাহলে আপনি প্রথমে

প্লে স্টোর থেকে আপনার মেসেঞ্জার অ্যাপ টি আপডেট করে নিবেন |


তো চলুন এখন আমরা দেখি কিভাবে আমরা ফেসবুক কমিউনিটি চ্যাট (Facebook Community Chat) তৈরি করব__


প্রথমে আপনাকে মেসেঞ্জার ওপেন করতে হবে এবং আপনার গ্রুপ সিলেক্ট করতে হবে মেসেঞ্জার থেকে, যে আপনি কোন গ্রুপের জন্য কমিউনিটি তৈরি করতে চাচ্ছেন |


ফেইসবুক কমিউনিটি  চ্যাট Facebook Community Chat
facebook community chat


গ্রুপ সিলেক্ট করার পরে আপনি উপরের ছবিতে মার্ক করা জায়গায় ক্লিক করতে হবে মেসেঞ্জার থেকে |


ফেইসবুক কমিউনিটি  চ্যাট Facebook Community Chat
facebook community chat

ক্লিক করার পড়ে আপনি নিচের দিকে ট্যাব করলে ক্রিয়েট  কমিউনিটি লেখাটি দেখতে পারবেন | তারপর আপনি সেই ক্রিয়েট কমিউনিটি তে ক্লিক করবেন |


ফেইসবুক কমিউনিটি  চ্যাট Facebook Community Chat

Facebook Community Chat


ক্রিয়েট কমিউনিটি তে ক্লিক করার পরে আপনার সামনে গেট স্টার্ট লেখা আসবে |  ফেইসবুক কমিউনিটি  চ্যাট (Facebook Community Chat) তৈরি করার জন্য আপনাকে এই গেট স্টার্ট এ ক্লিক করতে হবে |


ফেইসবুক কমিউনিটি  চ্যাট Facebook Community Chat
ফেইসবুক কমিউনিটি  চ্যাট

তারপর আপনার সামনে ক্রিয়েট এ নিউ  কমিউনিটি এই লেখাটি আসবে | সেখানে আপনি প্রথমে দেখতে পাবেন আপনার গ্রুপের নাম দিতে বলবে | সেখানে আপনি আপনার ইচ্ছে মত একটি নাম দিবেন |  তারপর নিচের দুটি অপশন পাবেন যে আপনি আপনার কমিউনিটি চ্যাট প্রাইভেট রাখবেন না পাবলিক রাখবেন | আপনি আপনার ইচ্ছামত সিলেক্ট করে নেবেন |

ফেইসবুক কমিউনিটি  চ্যাট Facebook Community Chat
ফেইসবুক কমিউনিটি  চ্যাট

তারপর আপনার সামনে আপনার গ্রুপের মেম্বারদের ইনভাইট করার জন্য অপশন আসবে | সেখান থেকে আপনি আপনার ইচ্ছেমত যে কাউকে ইনভাইট করতে পারবে |


ফেইসবুক কমিউনিটি  চ্যাট Facebook Community Chat
ফেইসবুক কমিউনিটি  চ্যাট

যাকে ইনভাইট করবেন সে প্রোফাইল সিলেট করার পরে সেন্ড অপশনে ক্লিক করবেন |

ফেইসবুক কমিউনিটি  চ্যাট Facebook Community Chat
ফেইসবুক কমিউনিটি  চ্যাট


এরপর আপনার সামনে ছবিতে দেয়া একটি পেজ ওপেন হবে | সেখানে আপনি ওয়েলকাম বাটনে ক্লিক করবেন |


ফেইসবুক কমিউনিটি  চ্যাট Facebook Community Chat
ফেইসবুক কমিউনিটি  চ্যাট

ব্যাস তৈরি হয়ে গেল আপনার গ্রুপের জন্য একটি নির্দিষ্ট কমিউনিটি চ্যাট | এখন আপনি চাইলে এখান থেকে আপনার গ্রুপের যেকোনো মেম্বারের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন | অথবা আপনার যতগুলো মেমবার থাকবে আপনি তাদের সাথে একসাথে যোগাযোগ করতে পারবেন |

তো বন্ধুরা আশা করছি আজকের এই ফেসবুক কমিউনিটি চ্যাট (Facebook Community Chat) তৈরি করার আর্টিকেলটি আপনাদের জন্য খুবই উপকারী হবে | আমরা অনেকেই এ বিষয়ে জানে কিন্তু আবার অনেকে আছি জানিনা |


যারা জানেননা আজকের আর্টিকেলটি তাদের জন্য | যদি আপনাদের কাছে আর্টিকেলটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাতে পারেন |












একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ