এসইও কি ? কিভাবে এসইও করতে হয় ?

 

এসইও কি ? কিভাবে এসইও করতে হয় ?
এসইও


এসইও কি (SEO)? কিভাবে এসইও করতে হয় ?

ভূমিকা

ডিজিটাল মার্কেটিং এর যতগুলো মাধ্যম বা ভাগ রয়েছে তার মধ্যে একটি জরুরী ও গুরুত্বপূর্ণ ভাগ হলো  এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন | এসইও এমন একটা মাধ্যম যা একটি ওয়েবসাইটকে শত শত কিওয়ার্ড দ্বারা সার্চ ইঞ্জিনে যুক্ত ও রেঙ্ক করে |


এসইও কি?


এসইও একটি শর্ট ফর্ম যার full form হল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন | আমরা যখন আমাদের প্রয়োজন অনুযায়ী কিছু খোঁজার বা জানার জন্য বিভিন্ন সার্চ ইঞ্জিন গুলোতে লিখি ও সার্চ দেই তখন আমাদের সামনে কিছু রেজাল্ট দেখানো হয় | এবং আমরা সেখান থেকে আমাদের প্রয়োজনে লিংকে ক্লিক করে আমাদের বিষয়টি জেনে নি | কোন কিছু সার্চ করার পর আমাদের সামনে কিওয়ার্ড অনুযায়ী যে রেজাল্টগুলো প্রথমে দেখানো হয় সেই প্রথমে দেখানোর জন্য যে কাজগুলো করা হয় তাকে এসইও বলে |


কিভাবে এসইও করতে হয়?


কিভাবে এসইও করতে হয় বা কিভাবে করা যায় এ সম্পর্কে বিস্তারিত একটি আর্টিকেলে বলা সম্ভব না | কিন্তু আমি আপনাদের এই সম্পর্কে কিছু ধারনা দিচ্ছি যেন আপনারা বেসিক বিষয়টা বুঝতে পারেন | এসইও করার উপায় হল দুটি__


  •  অন পেজ এসইও
  •  অফ পেজ এসইও


অন পেজ এসইও


অন পেজ এসিও করার জন্য আমাদের কাজ করতে হবে ওয়েবসাইটের ভিতরে | যেকোনো একটি টপিকের আর্টিকেল লিখে সেই আর্টিকেলের ভিতর অন পেজ এসইও করতে হয় | এছাড়া ওয়েবসাইটের বিভিন্ন অংশেও এসইও করা হয় | আর্টিকেলে এসইও করার দিকগুলো হলো__ টাইটেল, ইমেজ, ইউআরএল, হেডিং, সাভ হেডিং, ইন্টার্নাল লিংক, মেটা টাইটেল, ডেসক্রিপশন ইত্যাদি | এ সকল বিষয়গুলি আপনি যত ভালোভাবে অপটিমাস করতে পারবেন ত বেশি আপনার এসইও র‍্যাংকিং বাড়বে |


এছাড়া বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিলেটেড ওয়েবসাইটে পেজ গুলো ভালোভাবে অপটিমাইজ করতে হয় যেন চার্জ ইঞ্জিনের র‍্যাঙ্ক করে |


অফ পেজ এসইও


অফ পেজ এসইও হল যেকোনো ওয়েবসাইটের বাহিরের কাজ সম্পন্ন করা | যেমন_ লিঙ্ক বিল্ডিং, সোশ্যাল শেয়ার, সাইটেশন, ফোরাম সাবমিশন, প্রোফাইল লিংকিং ইত্যাদি | অফ পেজ এসইও মাধ্যমে আপনার ওয়েবসাইটের লিংক অন্য ওয়েবসাইটে শেয়ার করা হয় | আর সেই শেয়ারে আপনি যে ভিজিটর পাবেন তার থেকে লিঙ্ক বিল্ডিং তৈরি হবে এবং আপনার সাইটের রেংকিং বাড়বে সার্চ ইঞ্জিনে |


 উপসংহার


সর্বশেষ কথা হল, আপনি যদি আমার আর্টিকেল মন দিয়ে পড়ে থাকেন তাহলে এসইও কি এবং কিভাবে করতে হয় এ সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাবেন |




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ