রোজার নিয়ত - Rojar Niot

 

রোজার-নিয়ত-Rojar-Niot
রোজার নিয়ত

রোজার নিয়ত - Rojar Niot


মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান পালনের মধ্যে একটি হল রমজান মাসে রোজা রাখা |  রোজার আভিধানিক অর্থ হল বিরত থাকা আর আরবি শব্দ সাওম | ইবাদতের নিয়ম অনুসারে রোজা রাখার জন্য সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পানাহার থাকা ও সকল প্রকার পাপকার্য থেকে নিজেকে বিরত রাখা |  


রোজার আরবি নিয়ত:


نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم



রোজার আরবি নিয়ত এর বাংলা উচ্চারণ:


নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।


রোজার নিয়তের বাংলা অর্থ:


হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়্যত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।


রোজার নিয়ত বাংলায়:


নফল বা ফরজ রোজার জন্য আরবিতেই নিয়ত করতে হবে এমনটা জরুরী না | যে কোন ভাষায় আপনি নিয়ত করতে পারেন | যেমন: আমি রোজা রাখার নিয়ত করলাম (জাওয়া হিরুল ফিকাহ: খন্ড: এক পৃষ্ঠা: ৩৭৮)                    



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ