Why Is My Phone Running Slow Day By Day


Why Is My Phone Running Slow
Why Is My Phone Running Slow 

Why Is My Phone Running Slow–কেন আমাদের ফোন ধীরগতির বা স্লো হয়ে যায়


আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই | আমার আজকের আর্টিকেল হচ্ছে, কেন আমাদের হাতে থাকা ফোন ধীরগতির বা স্লো হয়ে যায়(Why Is My Phone Running Slow) ? বর্তমান সময় আমাদের সবার হাতেই একটি করে মুঠোফোন থাকে | আর  দিন দিন এই মুঠোফোন বা মোবাইল ফোনের ব্যবহার বেড়েই চলেছে | মোবাইল ফোন ব্যবহার করার পিছনে অনেকগুলো কারণ রয়েছে | যেমন– পূর্বে আমাদের যদি কোথাও যোগাযোগ বা কথা বলার প্রয়োজন হতো,  তাহলে এর জন্য অনেক সময় ব্যয় হতো | চাইলেই আমরা সাথে সাথে কারো সাথে যোগাযোগ করতে পারতাম না | কিন্তু বর্তমানে এই মোবাইল ফোনের কারণে আমরা সাথে সাথে যে কোন জায়গায় যোগাযোগ করতে পারছি | মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনকে অনেকটাই আধুনিক এবং সহজ করে তুলেছে | তাই এখন বেশিরভাগ মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন |


আর এ মোবাইল ফোন ব্যবহার করার সময়, আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি | এ সমস্যা গুলোর মধ্যে অন্যতম একটি সমস্যা হল, মোবাইল ফোন স্লো কাজ করা(moblie phone work slow), এবং আমরা বুঝতেই পারিনা কেন আমাদের মোবাইল স্লো কাজ করছে (why is my phone slow) |


যখন আমরা নতুন একটি মোবাইল কিনি তখন সেটা খুব ভালোই কাজ করে, কিন্তু কিছুদিন পর দেখা যায় মোবাইলটা একটু স্লো কাজ করছে | কখনো কখনো কোন কিছু খুব দেরিতে ওপেন হচ্ছে, আবার নেটে কোন কিছু ব্রাউজ করলে তা খুব ধীরগতিতে লোড হচ্ছে |


তো চলুন জেনে নেই কেন আমাদের মোবাইল ফোন কিছুদিন ব্যবহার করার পরে হঠাৎ করে স্লো কাজ করা শুরু করে(Why Is My Phone Running Slow) | 


1. অপ্রয়োজনে অ্যাপস ইনস্টল করে রাখা 


অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে নানা ধরনের অ্যাপ ইন্সটল করে থাকি | এবং যখন আমাদের কাজ শেষ হয়ে যায় তখন সে অ্যাপ গুলো আমরা আনইন্সটল করতে ভুলে যায় | এবং অপ্রয়োজনে অ্যাপসগুলি আমাদের মোবাইলে থেকে যায় | একটা সময় পর দেখা যায় মোবাইলে যখন অনেকগুলো অ্যাপস হয়ে যায়, তখন আমাদের মোবাইল  স্লো কাজ করা শুরু করে | তাই অপ্রয়োজনীয় অ্যাপস গুলি মোবাইল থেকে আনইন্সটল করে দিলে আমাদের মোবাইলের স্পিড অনেকটাই বেড়ে যাবে |


2. মোবাইলে মেমোরি ফিলাপ হয়ে যাওয়া


 মোবাইল ফোন ব্যবহার করার আরেকটি বড় উদ্দেশ্য হচ্ছে, যেকোনো সময় যেকোনো জায়গায় গান, ভিডিও বা যেকোনো অনুষ্ঠান দেখা | আমাদের সবার এন্ড্রয়েড ফোনে একটি ইন্টারনাল মেমরি স্টোরেজ থাকে | যেখানে আমরা গান অডিও ভিডিও রেকর্ড বা জমা রাখি | আমাদের মোবাইল ফোনের ইন্টারনাল মেমরি স্টোরেজ যখন অনেক বেশি হয়ে যায়, তখনই আমাদের মোবাইল স্লো কাজ করা শুরু করে(why is my phone so slow all of a sudden) | তাই সব সময় চেষ্টা করবেন মোবাইল থেকে অপ্রয়োজনীয় কোন ছবি, অডিও বা ভিডিও থাকলে তা ডিলিট করে মোবাইল মেমোরি কম রাখা |


3. মোবাইলের গেজেট  ব্যবহার করা


আমরা সবাই একটু সৌন্দর্য বা গোছানো পছন্দ করি | ঠিক তেমনি আমরা আমাদের মোবাইল ফোনকে একটু সুন্দর করে সাজাতে ভালোবাসি | এজন্য আমরা বিভিন্ন ধরনের গ্যাজেট ব্যবহার করে থাকি | যেমন- ওয়েদার বক্স, গেম বক্স, টেম্পারেচার মিটার ইত্যাদি | এই সমস্ত গ্যাজেট গুলোর কারণে আমাদের মোবাইল হ্যাং বা স্লো হয়ে যায় (Why is my phone hang or slow) | 


4. পাওয়ার হ্যাঙ্গার অ্যাপ ব্যবহার করা 


আমাদের মোবাইল ফোনে এমন অনেক ধরনের অ্যাপ রয়েছে, যে সকল অ্যাপের পাওয়ার হ্যাঙ্গার অনেক বেশি | এগুলো মোবাইলের ব্যাটারি পাওয়ার বেশি খরচ করে থাকে | এতে করে আমাদের মোবাইল স্লো(our phone slow) হয়ে যায় | তাই আপনি আপনার মোবাইলের সেটিংসে গিয়ে দেখেন, যে সকল অ্যাপ পাওয়ার অনেক বেশি আপনার মোবাইলের জন্য, ওই সমস্ত অ্যাপ গুলি যদিও প্রয়োজনে হয়ে থাকে তাহলে তা ডিজেবল করে দিন |


5. Animation Mood


আমরা অনেক সময় আমাদের মোবাইলের ডিসপ্লে তে বিভিন্ন ধরনের ওয়ালপেপার ব্যবহার করে থাকি | যেগুলো লাইভ এনিমেশন হয়ে থাকে | এনিমেশন মুড যদি আপনার মোবাইলে অন করা থাকে, তাহলে তা আপনার মোবাইল হ্যাং বা করে দিতে পারে(why is my phone laggy) | তাই আপনার মোবাইলের এনিমেশন Mood  অফ করে রাখতে পারেন, মোবাইলের স্পিড বাড়ানোর জন্য |


6. ডাটা সেভ


আমরা অনেক সময় আমাদের মোবাইলে ইন্টারনেট এ কোন কিছু সার্চ করলে তা লোড হতে অনেক সময় নেয়(why is the internet on my phone so slow) | আপনার এ সমস্যাটি হয়ে থাকে আপনার মোবাইলের ব্রাউজারের একটি ছোট সেটিংস এর কারণে | এর সমাধান হল– আপনি আপনার মোবাইলের ব্রাউজারের সেটিং অপশনে গিয়ে দেখতে পাবেন Data Save Mood  নামে একটি অপশন আছে | সেখানে আপনি সেই অপশনটি অন করে দেবেন | তাহলে আপনি যখন ইন্টারনেটে কিছু সার্চ করবেন, তখন সেটা আপনার পেজের লোডিং স্পীড অনেকটা বাড়িয়ে দেবে |


সুতরাং আমরা মোবাইলে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করার ক্ষেত্রে এসকল সমস্যার সম্মুখীন হয়ে থাকি(Why Is My Phone Running Slow) | তাই আপনি যদি আমার পুরো আর্টিকেলটি পড়ে থাকেন  তাহলে আপনি অবশ্যই আপনার মোবাইলের ধীরগতির বা স্লো(mobile slow) হয়ে যাওয়ার সমস্যা সমাধান করার পথ খুজে পাবেন | 



এই ওয়েবসাইটের আরও আর্টিকেল অরুণ





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ