Top 10 Free Animation Software For Beginner 2022

 

Top 10 Free Animation Software For Beginner 2022
Top 10 Free Animation Software For Beginner 2022

Top 10 Free Animation Software For Beginner 2022


আপনি ছোট বা বড়, অথবা আপনার বয়স যাই হোক না কেন, অ্যানিমেশন সবার মনে জায়গা করে নেয় | এবং বর্তমান সময়ে যে কেউ তার হাতের মাধ্যমে Animation ভিডিও তৈরি করতে পারে Animation Software দিয়ে |


আজকে আমি আপনাদের সাথে Top 10 Free Animation Software For Beginner 2022 সম্পর্কে  বিস্তারিত আলোচনা করব |


বাংলাদেশের যদিও  কয়েক বছর আগে ও এনিমেশন তেমন একটা জনপ্রিয় ছিল না | কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশেও প্রচুর পরিমাণে অ্যানিমেশন নিয়ে কাজ করা হচ্ছে |


Animation ভিডিও তৈরি করার জন্য আমাদের বেশিরভাগ ক্ষেত্রে Paid  সফটওয়্যার নিয়ে কাজ করতে হয় | কিন্তু আমি আজকে আপনাদের সাথে Free Animation Software নিয়ে আলোচনা করব, কারণ যারা এনিমেশন শিখতে চাচ্ছি আমি Beginner Level, তাদের জন্য অনেক উপকারে আসবে | এছাড়া আমরা এই Free Animation Software গুলো দিয়ে আমাদের প্রফেশনাল কাজও করতে পারবো খুব সহজে |


Top 10 Free Animation Software List


  • Powtoon
  • Animaker
  • Vyond
  • Renderforest Video Maker
  • 3ds Max Design
  • KeyShot
  • Moovly
  • Cinema 4D
  • Modo
  • Harmony

Top 10 Free Animation Software For Beginner 2022


1. Powtoon


Powtoon হলো এক ধরনের ভিজুয়াল কমিউনিকেশন প্ল্যাটফর্ম যা এনিমেশন এবং ছোট ভিডিও সৃজনশীল টুল অফার করে থাকে | Pawtoon ব্যবহারকারীদের Paid এবং ফ্রী দুটি  ভার্শন অফার করে থাকে | এখানে ফ্রিতে অডিও, অক্ষর, টেমপ্লেট সহ আরো অনেক কিছু অ্যাক্সেস দিয়ে থাকে | Powtoon হল best free animation software |


2. Animaker


Animaker হলো এক ড্রাগ এন্ড ড্রপ প্ল্যাটফর্ম যেখানে তার ব্যবহারকারীদের একটি বিনামূল্যে এক্সেস প্রদান করে থাকে | Animaker বিভিন্ন ধরনের টেমপ্লেট কাস্টমাইজেশন, ক্যারেক্টার কাস্টমাইজেশন, স্টক ভিডিওসহ নতুনদের জন্য টুল অফার করার উপর ফোকাস দিয়ে থাকে | Animaker কে 2d animation software free  বলা যায় |


3. Vyond


Vyond তার ব্যবহারকারীদের দক্ষতার স্তর বৃদ্ধি করার জন্য বিনামূল্যে কাজ করার একটি ট্রায়াল' অফার করে থাকে | Vyond এ আপনি রয়ালটি ফ্রী মিউজিক, স্টক ভিডিও, টেমপ্লেট কাস্টমাইজেশন, ড্রাগ এন্ড ড্রপ কন্ট্রোল সহ বিভিন্ন দিক কাজ করার জন্য সুবিধা পেয়ে থাকবেন |


4. RenderForest Video Maker


Renderforest Video Maker হল একটি মাল্টি ক্যাটাগরির ওয়েব সাইট যেখানে ভিডিও, লোগো, মোকআপ, গ্রাফিক্স এবং ওয়েবসাইট তৈরি করার ক্ষমতা দিয়ে থাকে | Renderforest Video Make তার ফ্রী ব্যবহারকারীদের 360p  ভিডিও, মিউজিকের একটি বিশাল লাইব্রেরির সমারোহ সহ  আরো অনেক কিছু দিয়ে থাকে|


5. 3ds Max Design


3ds Max ডিজাইন হল মডেলিং, রেন্ডারিং এবং অ্যানিমেশন সফ্টওয়্যার যা বাস্তবসম্মত অ্যানিমেশন আচরণ, ক্যারেক্টার রিগিং, কীফ্রেম এবং পদ্ধতিগত সরঞ্জাম এবং বেশ কয়েকটি তৃতীয় পক্ষের এক্সটেনশন সরবরাহ করে। তারা তাদের ওয়েবসাইটে ক্ষমতা টেস্ট করার জন্য আপনাকে একটি ফ্রি  ট্রায়াল' অফার করে থাকে |


6. KeyShot


KeyShot এনিমেশন টুল সব ধরনের থ্রিডি ফাইল সাপোর্ট করে থাকে | ফটো রিয়ালিস্টিক রেন্ডারিং, সিম্পল মডেল Animation, এবং বিভিন্ন ধরনের ইন্টারেক্টিভ ভিজুয়াল তৈরি করে | Keyshot ও আপনি একটি বিনামূল্যে ব্যবহার করার অফার পেয়ে থাকবেন |


7. Moovly


Moovly Animation  তৈরি করতে, ব্যক্তিগত মিডিয়া আপলোড করতে, প্রকাশের জন্য সামগ্রী রপ্তানি করতে, একটি টাইমলাইনে অবজেক্ট সিঙ্ক্রোনাইজ করতে এবং সহযোগিতা করতে একটি ক্লাউড-ভিত্তিক ড্র্যাগ-এন্ড-ড্রপ ইন্টারফেস প্রদান করে তার ব্যবহারকারীদের । তাদের বিনামূল্যের সদস্যতা পরিকল্পনা ব্যবহারকারীদের Moovly স্টুডিওতে ভিডিও তৈরি করতে এবং এক মিলিয়নেরও বেশি বিনামূল্যের স্টক সম্পদ ব্যবহার করতে দেয়।


8. Cinema 4D


Cinema 4D হল একটি 3D অ্যাপ্লিকেশন ইন্টারফেস যা কীফ্রেম অ্যানিমেশন, লাইফ-লাইন ক্যারেক্টার, সিমুলেশন বিল্ডিং, অবজেক্ট ট্র্যাকিং, নমনীয় রিগ বিল্ডিং, কার্টুন স্টাইলিং এবং সমস্ত অ্যানিমেশন বেসিক অফার করে। আপনি একটি বিনামূল্যে ট্রায়াল শুরু করতে পারেন |


9. Modo


Modo হল একটি রেন্ডারিং, টেক্সচার, মডেলিং এবং Animation Sofrware | Modo অফার করে 2D এবং 3D Animation | আপনি এটার ফ্রি ভার্সন ট্রাই করে দেখতে পারেন | Modo ব্যবহারকারীদের রিভিউ অনুসারে এটি হলো best animation software |


10. Harmony


Harmony হল 2D Production Animation Software যা আলো, শেডিং এবং বিশেষ প্রভাবগুলিতে বিশেষজ্ঞ | Harmony তাদের সকল সাবস্ক্রিপশন প্ল্যানের ফ্রী ট্রায়াল' ব্যবহার করার অনুমতি প্রদান করে থাকে | 2d Animation সফটওয়্যার এর মধ্যে Harmony 2d animation software হল বেস্ট |


সুতরাং আপনি যদি এনিমেশন শিখতে চান এবং একজন বিগেনার লেভেলের হয়ে থাকেন, সেই  সাথে বিগেনার থেকে এক্সপার্ট লেভেলে যেতে চান তাহলে আপনারা উপরে উল্লেখিত Top 10 Free Animation Software For Beginner 2022 ট্রাই করে দেখতে পারেন | 


আরও আর্টিকেল পড়ুন











একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ