How To Increase Traffic On Blogger 2022

 

how to increase traffic on blogger 2022
how to increase traffic on blogger 2022

How To Increase Traffic On Blogger 2022–ব্লগারের ট্রাফিক কিভাবে বাড়াবো


How To Increase Traffic On Blogger 2022–আমি আজকে আপনাদের ব্লগারে ওয়েবসাইট তৈরি করে, কিভাবে সেখানে ট্রাফিক বৃদ্ধি করবেনসে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব |


বর্তমান সময়ে অনলাইনে ইনকামের একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে, ওয়েবসাইট তৈরি করে তা গুগল এডসেন্সের মাধ্যমে অ্যাপ্রুভ করে টাকা ইনকাম করা | এবং ওয়েবসাইট তৈরি করার জন্য বিভিন্ন  প্ল্যাটফর্ম রয়েছে | যেমন- ব্লগার, ওয়াডপ্রেস,Wix ইত্যাদি | আমরা আমাদের সুবিধা অনুযায়ী যে কোন একটি প্ল্যাটফর্মের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করতে পারি |


আমরা যদি ব্লগার এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করি, তাহলে কিভাবে সেখানে আমাদের ট্রাফিক বৃদ্ধি করব ?(How To Increase Traffic On Blogger 2022) – 


1.এসইও (SEO)


আপনি যদি একজন ব্লগার হতে চান, তাহলে অবশ্যই আপনাকে এসইও শিখতে হবে | এসইও হচ্ছে একটি ওয়েবসাইটে প্রাণ কেন্দ্রবিন্দু | এর মাধ্যমেই একটি ওয়েবসাইট গুগোল rank করে এবং আমাদের ওয়েবসাইটের ট্রাফিক বৃদ্ধি(Increase traffic) করে | কারণ আপনার ওয়েবসাইট যদি, গুগলে সার্চ করলে প্রথম পাতায় না আসে তাহলে আপনার ওয়েবসাইট ট্রাফিক কখনো বৃদ্ধি হবে না | আর আপনার ওয়েবসাইট গুগলের প্রথমে আনার জন্য অবশ্যই আপনাকে এসইও(SEO) শিখতে হবে | আপনি যদি আপনার ওয়েবসাইটে খুব ভালোভাবে  এসইও এর কাজ সম্পন্ন করতে পারেন, তাহলে একটা সময় দেখা যাবে আপনি আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ট্রাফিক(more traffic) পাচ্ছেন | এবং এ ট্রাফিক গুলো অর্গানিক ট্রাফিক(organic traffic) | আপনার ওয়েবসাইটের যত অর্গানিক ট্রাফিক আসবে, আপনার ইনকাম ততো বৃদ্ধি পাবে | তাই ব্লগারের ট্রাফিক বাড়ানোর জন্য  এসইও শিখা এক ধরনের বাধ্যতামূলক | 


2.সোশ্যাল মিডিয়া (Social Media)


 আপনার ওয়েবসাইটের ট্রাফিক বৃদ্ধি(increase website traffic) করার আরেকটি সেরা মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া | আপনি যদি মার্কেটিংয়ের কাজ খুব ভালোভাবে করতে পারেন, তাহলে সোশ্যাল মিডিয়া থেকে আপনি খুব ভালো একটা ট্রাফিক আপনার ব্লগারে(blogger traffic) আনতে পারেন | কারণ আমরা জানি বর্তমানে প্রায় বেশিরভাগ মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে | এবং অনেকটা সময় সোশ্যাল মিডিয়ার পিছনে ব্যয় করে থাকে | তাই আপনি যদি আপনার ব্লগের পোষ্টগুলি, আপনার টার্গেট ট্রাফিক এর কাছে পৌঁছে দিতে পারেন, তাহলে আপনার ব্লগারে ট্রাফিক দিন দিন বৃদ্ধি(increase blogger traffic day by day) পেতে থাকবে | আমরা অনেকেই আছি ব্লগিং করার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় তেমন একটা শেয়ারিং করতে চাইনা | কিন্তু অর্গানিক ট্রাফিকের পাশাপাশি আপনি শেয়ার করে রেফারেলের মাধ্যমে সোশ্যাল মিডিয়া থেকেও খুব ভালো একটা ট্রাফিক আপনার ব্লগারে আনতে পারেন | 


3.রেডিট পোস্ট (Reddit Post)


রেডিট হচ্ছে সোশাল বুকমারকিং করার একটি ওয়েবসাইট | আমরা কমবেশি সবাই রেডি টার নাম শুনে থাকি | যারা সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানেন, তারা reddit নামটি শুনে থাকবেন | আপনি আপনার ব্লগের(blogger) পোষ্টগুলি রেডিট এ শেয়ার করতে পারেন | রেডিট অসংখ্য ট্রাফিক(traffic) আছে যারা বিভিন্ন ধরনের টপিক নিয়ে পড়তে বা আলোচনা করতে পছন্দ করে | এবং আপনার রেডিটে শেয়ার করা পোস্ট খুব তাড়াতাড়ি গুগলে rank করে থাকে | তাই আপনি যদি আপনার পোস্টটি রেডিট শেয়ার করেন তাহলে সেখান থেকে আপনি অরিজিনাল ট্রাফিক পাবেন(how to get traffic to your blog) প্রচুর পরিমাণে এবং সাথে সাথে, আপনার পোস্টটি খুব দ্রুত গুগলে রেঙ্ক করবে |


4. আর্টিক্যাল মার্কেটিং


আমরা যদি আমাদের ব্লগারের আর্টিকেল গুলি খুব ভালোভাবে মার্কেটিং করতে পারি, তাহলে আমাদের ব্লগারে ট্রাফিক বাড়ার(how to get traffic on blog) সম্ভাবনা কয়েকগুণ বেড়ে যায় | অনলাইনে  বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছেন যেখানে আর্টিকেল প্রমোশন করার অপশন থাকে | এবং এগুলো paid বা ফ্রী দুটোই হয়ে থাকে | আপনি যদি এই সমস্ত সাইটগুলোতে আপনার আর্টিকেল এর মার্কেটিং করে থাকেন, তাহলে আপনি খুব ভালো একটা ট্রাফিক আপনার ব্লগারে আনতে পারবেন |


5. Quora Post


প্রশ্ন-উত্তর ওয়েবসাইটের মধ্যে quora অন্যতম | আপনার যদি কোন কিছু জানার থাকে তাহলে আপনি আপনার সেই প্রশ্নটিই quora তে পোস্ট করলে, খুব দ্রুত তার উত্তর পাবেন | কারণ এখানে এত পরিমান ট্রাফিক আছে,(how to drive traffic to your blog) এবং তারা সবসময় quora তে একটিভ থাকে | তাই আপনি যদি আপনার ব্লগের বিষয়বস্তু গুলি প্রশ্ন আকারে সেখানে পোস্ট করতে পারেন তাহলে আপনি সেখান থেকে খুব ভালো একটা ট্রাফিক(good traffic) পাবেন আপনার ব্লগারে | এছাড়া সেখানে সেই প্রশ্নের উত্তর দেয়ার জন্য একটি বক্স থাকে, আপনি যদি আপনার নিশো রিলেটেড প্রশ্ন গুলিতে খুব ভালোভাবে উত্তর  লিখতে পারেন তাহলে সেই লেখার মাঝখানে আপনি আপনার লিংক ব্যবহার করতে পারবেন | এর ফলে যত মানুষ আপনার পোস্ট উত্তরটি পড়বে, তাদের মাঝে অনেকেই আপনার লিংকে ক্লিক করবে | এতে করে আপনি সেখান থেকেও খুব ভালো একটা ট্রাফিক(good amount of traffic) আপনার ব্লগারে (blogger)বাড়াতে পারেন |


সুতরাং আপনি যদি উপরে বর্ণিত কাজগুলি খুব ভালো ভাবে সম্পন্ন করতে পারেন, তাহলে খুব দ্রুতই আপনি আপনার ব্লগের ট্রাফিক বৃদ্ধি(how to increase traffic on blogger 2022) করতে পারবেন | এবং এর জন্য আপনার কোন টাকা খরচ করতে হবে না | সবগুলো কাজই আপনি সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন | সাথে সাথে আপনার ইনকাম বৃদ্ধি পাবে |








একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ