Top 20 Free Social Bookmarking Sites List 2022

Top 20 Free Social Bookmarking Sites List 2022
Top 20 Free Social Bookmarking Sites List 2022

Top 20 Free Social Bookmarking Sites List 2022


Top 20 Free Social Bookmarking Sites List 2022–সোশ্যাল বুকমার্কিং হচ্ছে ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইট মাধ্যম, যেখানে ব্যবহারকারীরা তাদের বিভিন্ন ধরনের ছবি, ভিডিও, পোস্ট, ওয়েব পেজ ইত্যাদি শেয়ার করতে পারে | 


সোশ্যাল বুকমার্কিং (social bookmarking) ব্যবহারকারীদের জন্য একটি দুর্দান্ত মাধ্যম, যেখানে তারা তাদের বিভিন্ন কাজ, সেবা এটা অন্যদের সাথে খুব সহজেই শেয়ার করতে পারেন | এবং সবার কাছে তারা তাদের বিভিন্ন দিক গুলো তুলে ধরতে পারেন | 


যেহেতু এই সোশাল বুকমারকিং ওয়েবসাইট (social bookmarking websites) গুলি ইন্টারনেট ভিত্তিক সেবা, তাই যেকোনো সময় ব্যবহারকারীরা তার তাদের যেকোনো ডিভাইস দিয়ে, যেকোনো সময় এখানে তাদের বুকমার্ক অ্যাক্সেস করতে পারে |


এই সোশ্যাল বুকমার্কিং ওয়েবসাইটগুলি ব্যবহারকারীরা খুব আগ্রহের সাথে ব্যবহার করে | কারণ এখানে তারা তাদের প্রয়োজনমতো অডিয়েন্স খুঁজে পেতে পারে | এছাড়া এখানে নিজের ব্যক্তিগত একটি গোপনীয় প্রোফাইল থাকে যেখানে তারা তাদের সবকিছু খুব সহজে অন্যের সাথে শেয়ার করতে পারে | বিভিন্ন সোশ্যাল বুকমার্কিং (social bookmarking) প্রচুর পরিমাণে ভিজিটর থাকে যার ফলে যেকোনো কিছু খুব সহজেই হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় |


আসুন এখন দেখি social bookmarking কাকে বলে এবং এটি কিভাবে খুব দ্রুত কাজ করে ? 


সোশ্যাল বুকমার্কিং কাকে বলে (what is social bookmarking)?


আমরা যদি সোশ্যাল বুকমার্কিং কে আলাদা করে বলতে চাই যেমন (social + bookmarking) তাহলে এর অর্থ দাঁড়ায়, আপনার ওয়েবসাইটকে সামাজিক প্লাটফর্মে বুকমার্ক করা | কারণ এখানে তাদের প্রচুর পরিমাণে ভিজিটর আসে |


Social Platform__যেখানে প্রচুর পরিমাণে ব্যবহারকারী থাকে | এবং একে অপরের সাথে যোগাযোগ করে এবং দেখাশোনা করে |


Bookmarking__ আপনার ওয়েবসাইটের লিংকটি সোশ্যাল বুকমার্কিং এর সেভ করুন এবং এখান থেকে কোয়ালিটি ব্যাকলিংক তৈরী করুন সেই সাথে ট্রাফিক বৃদ্ধি করুন |


এবং এসইও এর ভাষায় বলা যায়, সোশাল বুকমারকিং (social bookmarking) হল একটি অনলাইন সাবমিশন অ্যাক্টিভিটি যা অফ পেজ এসইও এর অধীনে পড়ে | এবং যে কোন রেজিস্টার ব্যবহারকারী এই ওয়েব পেজের লিংক বুকমার্ক করতে পারে |


সোশাল বুকমারকিং কেন প্রয়োজনীয় (importance of social bookmarking)


সোশ্যাল বুকমার্কিং আপনার ওয়েবসাইটের বা ব্লগ পোস্টে সার্চ ইঞ্জিন রেংকিং এর ক্ষেত্রে অনেক প্রয়োজন | এটি আপনার ওয়েবসাইটকে অপটিমাইজ করতে সহায়তা করে এবং আপনার লিংক সবার সাথে শেয়ার করার অনুমতি প্রদান করে |


নিচে কতগুলো পয়েন্টস উল্লেখ করছি কেন সোশ্যাল বুকমার্কিং প্রয়োজন (why social bookmarking importance)


ওয়েবসাইটের ট্রাফিক বৃদ্ধি করার জন্য


সোশাল বুকমারকিং (social bookmarking) হলো আপনার ওয়েবসাইটের ট্রাফিক বৃদ্ধি করার জন্য একটি আকর্ষণীয় এবং প্রধান উপায় | কারণ সোশ্যাল ওয়েবসাইটগুলোতে প্রচুর পরিমাণে থাকে, এবং আপনি যদি কিছু ওখানে শেয়ার করেন তাহলে তা খুব সহজেই সবার চোখে পড়ে | 


সোশাল বুকমারকিং করার মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সকে খুব সহজে আপনার সাইটটি খুঁজে পেতে সহায়তা করছেন | আপনার ব্যবহারকারী যদি আপনার ওয়েবসাইট রিলেটেড কিছু লিখে সার্চ করে তাহলে সে খুব সহজেই আপনার ওয়েবসাইটটি খুঁজে পাবে |


ইনকাম বৃদ্ধি


আপনার ব্লগ সাইট বা ওয়েবসাইটে যদি আপনার ইনকামের উৎস হয়ে থাকে, তাহলে সোশ্যাল বুকমার্কিং  আপনার ট্রাফিক বৃদ্ধি করার সাথে সাথে আপনার  ইনকাম বৃদ্ধি করবে |


আপনার ওয়েবসাইটে যদি কোন কিছু বিক্রি সম্পর্কিত হয়ে থাকে অথবা আপনার ওয়েবসাইট থেকে  অ্যাড দেখানো মাধ্যমে ইনকাম এর উৎস হয়ে থাকে, তাহলে ট্রাফিক বৃদ্ধি করা আপনার প্রথম কাজ | আর ট্রাফিক বৃদ্ধি করার জন্য সোশ্যাল বুকমার্কিং হচ্ছে খুবই ভাল মাধ্যম |


জনপ্রিয়তা


সোশ্যাল বুকমার্কিং করা হয় মানুষের মাধ্যমে | কোন বট এই কাজটি করতে পারে না | তাই সোশ্যাল বুকমার্কিং করার মাধ্যমে আপনার ওয়েবসাইটের জনপ্রিয়তা বৃদ্ধি পেতে পারে |


কিভাবে social bookmarking করবেন?


একটি ওয়েবসাইট সোশ্যাল বুকমার্কিং করার সময় আপনার অনেকগুলো টিপস মনে রাখা দরকার | এর মধ্যে কয়েকটি হল


  • উপযুক্ত বিভাগ নির্বাচন করুন
  • প্রপার এবং সীমিত পরিমাণে ট্যাগ নির্বাচন করুন
  • সোশ্যাল বুকমার্কিং ওয়েবসাইটের নির্দেশিকা গুলো দেখে নিন
  • আপনার ওয়েব পেজটি সঠিকভাবে বর্ণনা করুন
  • একি ইউ আর এল বারবার বুকমারকিং করবেন না


তো চলন এখন আমি আপনাদের বলব কিভাবে আপনারা সঠিক বুকমারকিং করবেন | নিচের স্টেপ গুলো ফলো করুন


  • আপনার ইউ আর এল নির্বাচন করুন যেটি আপনি প্রচার করতে চান
  • ইউ আর এল এর সাথে অবশ্যই একটি কিবোর্ড যুক্ত থাকতে হবে এবং সেই কিবোর্ড এর উপর ভিত্তি করে একটি সুন্দর description লিখতে হবে
  • যেকোনো একটি সোশ্যাল বুকমার্কিং সাইট ওপেন করুন
  • লগ ইন অথবা সাইন আপ করুন
  • তারপর সাবমিট এ লিংকে ক্লিক করুন 
  • তারপর ওখানে প্রয়োজনে ইনফরমেশনগুলো ফিলাপ করুন
  • তারপর সর্বশেষ সাবমিট এ ক্লিক করুন
  • এবং যে ইউ আর এল টি পাবেন একটি এক্সেল শীটে সেভ করে রাখুন


Note:সবসময় excel sheet ব্যবহার করবেন আপনার সাবমিট করা সোশ্যাল বুকমার্কিং (social bookmarking ) গুলো সেভ করে রাখার জন্য |


এখন আমরা আলোচনা করব সেরা 20 টি ফ্রি সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট (Top 20 Free Social Bookmarking Sites List 2022) নিয়ে | যেখানে আপনারা খুব সহজে ফ্রিতে সোশ্যাল বুকমার্কিং করতে পারবেন | 


Top 20 Free Social Bookmarking Sites List 2022


1. ফেসবুক (Facebook) | DA 90


বিশ্বের social মিডিয়া সাইট গুলোর মধ্যে অন্যতম হচ্ছে ফেসবুক | এখানে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে ট্রাফিক ফেসবুক ব্যবহার করে | এবং ফেসবুক কনটেন্ট শেয়ার করার জন্য অন্যতম একটি প্ল্যাটফর্ম | তাই আপনি যদি সঠিক সময়ে সঠিকভাবে ফেসবুকে আপনার কনটেন্ট বিস্তার করতে পারেন | তাহলে আপনি এখান থেকে খুব ভালো একটা ইম্প্রেশন পাবেন | এবং সেইসাথে আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে অর্গানিগম social traffic পাবেন | 


2. গুগোল বুকমারকস (Google Bookmarks) | DA 100


গুগোল বুকমার্কিং হচ্ছে গুগোল এর আওতাধীন একটি সাইট | যেখানে আপনি আপনার ছবি, কন্টাক্ট ইত্যাদি শেয়ার করতে পারবেন | এবং এই শেয়ারকৃত লিংক আপনারা অন্য কোথাও শেয়ার করার অনুমতি পাবেন |


3. মাইস্পেস (My Space) | DA 95


My Space হচ্ছে একটি সোশ্যাল শেয়ারিং সাইট | যেখানে আপনি তাদের একটি ফরমের মাধ্যমে আপনার ওয়েবসাইটটি শেয়ার করতে পারেন | এবং এখানে বিভাগ বেছে নেয়ার সুবিধা রয়েছে |


4. Linkedin | DA 97


Linkedin হল পেশাদারদের সাথে আপনার কনটেন্ট শেয়ার করে নেওয়ার জন্য একটি সেরা প্ল্যাটফর্ম | যেখানে আপনি B2B শ্রোতাদের সাথে আপনার বিষয়বস্তুর শেয়ার করতে পারবেন | অন্যান্য প্লাটফর্মে আপনি চাইলেই সহজে পেশাদার

কারো সাথে কোনো কিছু শেয়ার করতে পারবেন না পুরো বিশ্ব জুড়ে | কিন্তু লিংকডইনে আপনি খুব সহজেই সবার সাথে আপনার মতামত প্রকাশ করতে পারবেন |


5. ভিকে ডটকম (VK.com) | DA 96


বিকে হল একটি জনপ্রিয় সোশ্যাল মেডিয়া সাইটস (popular social media sites) | যেখানে আপনি বিভিন্ন গ্রুপ তৈরি করতে পারবেন, পাবলিক পেজ তৈরি করতে পারবেন, বিভিন্ন ধরনের ইভেন্ট অরগানাইজ করতে পারবেন এবং অন্যদের সাথে মেসেজ শেয়ারিং করতে পারবেন | এছাড়া আপনি এখানে ছবি, অডিও, ভিডিও শেয়ার করতে পারেন এবং সেইসাথে অনলাইন ভিত্তিক বিভিন্ন গেম খেলতে পারেন|


6. পিন্টারেস্ট (Pinterest) | DA 94


আপনার প্রিয় ধারণা, রেসিপি, ছবি এবং অন্যান্য আইডিয়া শেয়ার করার জন্য পিন্টারেস্ট হচ্ছে একটি দুর্দান্ত মাধ্যম | যেখানে আপনি 70 মিলিয়ন ব্যবহারকারী সাথে আপনার বিষয়বস্তু শেয়ার করতে পারছেন | 


একটি হাই ডোমেন অথরিটি এবং সেইসাথে প্রতিমাসে এখানে আড়াইশো মিলিয়ন মানুষ এক মাসে এ সাইটটি ব্যবহার করছে, তাই সবকিছু বিবেচনা করে এখানে আপনার সোশ্যাল বুকমার্কিং 9social bookmarking) করা উচিত |


7. টুইটার (Twitter) | DA 93


টুইটার হচ্ছে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের সাথে শেয়ার করার একটি সেরা প্ল্যাটফর্ম | এখানে প্রতিদিন প্রায় 500 মিলিয়ন ডুয়েট হয়ে থাকে |


টুইটারের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট এবং ব্র্যান্ডের প্রোফাইল তৈরি করতে পারেন | এবং প্রতিনিয়ত আপনার ওয়েবসাইট রিলেটেড নতুন নতুন বিষয়ের উপর টুইট করতে পারেন অথবা রিটুইট করার অপশন এখানে রয়েছে | অন্যের পোস্টে লাইক করার মাধ্যমে আপনি এখান থেকে ইম্প্রেশন নিতে পারেন |


8. ইনস্টাগ্রাম (Instagram) | DA 93


ইনস্টাগ্রাম হচ্ছে ফাস্টেস্ট সোশ্যাল GROWING প্ল্যাটফর্ম | যেখানে আপনি বিভিন্ন ধরনের ছবি এবং ভিডিও শেয়ার করতে পারবেন | এবং সেইসাথে এখানে ইনস্টাগ্রম স্টরি শেয়ার করার অপশন রয়েছে |


9. গেট পকেট (Get Pocket) | DA 91


গেট পকেটে হল একটি social bookmarking platform যেখানে আপনি আপনার বিষয়বস্তু শেয়ার করতে পারবেন এবং সেইসাথে সেই বিষয়বস্তু সেভ করে রাখার ও ব্যবস্থা এখানে রয়েছে পরবর্তীতে দেখার জন্য | এছাড়া তারা আপনাকে এখানে লাইভ নিউজ পড়ার জন্য অফার করে থাকেন |


10. রেডিট (Reddit) | DA 90


Reddit ইন্টারনেটের মধ্যে নেতৃস্থানীয় social sharing site | এই ওয়েবসাইটটি জনপ্রিয় ওয়েবসাইট এর মধ্যে একটি যেখানে আপনি আপনার ছবি, গল্প নিবন্ধন এর লিংক খুব সহজেই শেয়ার করতে পারেন |


11. Slashdot | DA 91


Slashdot হচ্ছে একটি সোশ্যাল বুকমার্কিং সাইট যেখানে ব্যবহারকারীদের দ্বারা প্রকাশ নতুন স্টরি গুলো প্রদর্শন করে |


12. ফ্লিপবোর্ড (Flipboard) | DA 91


ক্লিপবোর্ড হচ্ছে সোশ্যাল শেয়ারিং এবং কনটেন্ট curation ওয়েবসাইট | যা ব্যবহারকারীদের পরিপূর্ণতার ওপর এর লক্ষ্য অনুমান করা হয় |


13. Diggo | DA 89


Diggo হল একটি সোশ্যাল শেয়ারিং সাইট যা আপনাকে বুকমার্ক 9bookmark), কনটেন্ট, ট্যাগ, কম্পাস সেভ এবং আর্কাইভ করতে সাহায্য করে আপনার আগ্রহী ও প্রাসঙ্গিক বিষয় বস্তুর উপর |


14. Tumblr | DA 87


Tumblr হ্যালো social sharing platform যা আপনাকে একটি মিনি ব্লগ তৈরি করার মাধ্যমে আপনার বিষয়বস্তু শেয়ার করার জন্য অনুমতি দিয়ে থাকে |


15. Plurk | DA 88


Plurk হল একটি সোশ্যাল শেয়ারিং প্ল্যাটফর্ম যা অনেকটা টুইটারের মতো আপনি ব্যবহার করতে পারেন |


16. Deviant Art | DA 91


ডেভিয়ান্ট আর্ট হল অন্যতম একটি সোশ্যাল বুকমার্কিং ওয়েবসাইট (social bookmarking websityes) | যেখানে আপনি আপনার বিভিন্ন ধরনের আর্ট শেয়ার করার পাশাপাশি আপনার কন্টাক্ট, ছবি ইত্যাদিও শেয়ার করতে পারেন | প্রতিদিন এখানে প্রচুর পরিমাণে ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহারকারী পাওয়া যায় |


17. Feedly | DA 91


Feedly এর মাধ্যমে আপনি খুব আপনার ওয়েবসাইটের লিংক টি বুকমারকিং ও সেভ করে রাখতে পারেন |


18. Weebly | DA 94


উইব্লি হল একটি ওয়েব 2.0 ওয়েবসাইট | যেখানে আপনারা আপনাদের ওয়েব সাইটের কন্টেন্টে সাথে সামঞ্জস্য রেখে আপনাদেরকে ওয়ার্ড দিয়ে একটি সুন্দর ডেসক্রিপশন তৈরি করে পাবলিশ করতে পারেনা |


19. এভারনোট (Evernote) | DA 91


এবার নোট হল যেকোনো কিছু অনলাইনের মাধ্যমে খুব সহজে নোট করে রাখার একটি  প্ল্যাটফর্ম (sites)| যেখানে আপনি আপনার ওয়েব সাইটের কনটেন্ট নোট করতে পারেন এবং তা শেয়ার করার জন্য অনুমতি প্রদান করে থাকে |


20. ড্রপমার্ক (Dropmark) | DA 73


ড্রপমার্ক হল আপনার ওয়েবসাইটের লিংক সেভ করে রাখার একটি প্ল্যাটফর্ম | এখানে সোশাল বুকমারকিং করার জন্য একটি জায়গা রয়েছে | যেখানে আপনি আপনার কনটেন্ট এর লিংকের মাধ্যমে আপনার ওয়েবসাইটে এখানে বুকমারকিং করতে পারবেন |


সুতরাং আপনার ওয়েবসাইটের এসইও স্কোর বৃদ্ধি (social bookmarking in seo)  করার জন্য এবং সার্চ রেজাল্টে আপনার রেংকিং বৃদ্ধি করার জন্য টপ ফ্রী সোশ্যাল বুকমার্কিং সাইট (Top 20 Free Social Bookmarking Sites List 2022) গুলো হচ্ছে সবচেয়ে উপযোগী মাধ্যম | এর মাধ্যমে আপনার ওয়েবসাইটের অথরিটি বৃদ্ধি পাবে সেই সাথে আপনি হাই কোয়ালিটি ব্যাকলিংক পাবেন | 



আপনার জন্য আরও আর্টিকেল 




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ